রবিবার, ৯ মে, ২০২১ ০০:০০ টা

করোনায় শিশুমৃত্যু বাড়ছে

প্রতি দুই দিনে প্রাণ যাচ্ছে একটি শিশুর * ২৪ ঘণ্টায় শনাক্ত ১২৮৫, মৃত্যু ৪৫

নিজস্ব প্রতিবেদক

করোনায় শিশুমৃত্যু বাড়ছে

করোনাভাইরাস সংক্রমণে ১১ বছরের কম বয়সী শিশুর মৃত্যুহার বাড়ছে। চলতি মাসের আট দিনেই এই বয়সী চার শিশুর মৃত্যু হয়েছে। অথচ, গত জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চে ১১ বছরের কম বসয়ী একজন করে শিশুর মৃত্যু হয়েছে প্রতি মাসে। এপ্রিলে মারা যায় চার শিশু। করোনার বিরুদ্ধে সর্বাধিক প্রতিরোধ ক্ষমতার প্রমাণ রেখে এখন পর্যন্ত সবচেয়ে কম মৃত্যু হয়েছে শিশুদের। হঠাৎ শিশুমৃত্যু বেড়ে যাওয়ায় উদ্বিঘ্ন চিকিৎসক ও জনস্বাস্থ্যবিদরা।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১ হাজার ২৮৫ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে। এই সময়ে মৃত্যু হয়েছে ৪৫ জনের। এর মধ্যে ১১ বছরের কম বয়সী শিশু ছিল দুজন। এ ছাড়া ২২ জন ষাটোর্ধ্ব, ১২ জন পঞ্চাশোর্ধ্ব, সাতজন চল্লিশোর্ধ্ব ও দুজনের বয়স ছিল ৩১ থেকে ৪০ বছরের মধ্যে। ২৬ জন ছিলেন পুরুষ ও ১৯ জন নারী। সবার মৃত্যু হয়েছে হাসপাতালে। এর মধ্যে ঢাকায় ২১ জন, চট্টগ্রামে ১৩ জন, রাজশাহীতে একজন, খুলনায় তিনজন, বরিশালে দুজন, সিলেটে দুজন, রংপুরে দুজন ও ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৭০৩টি নমুনা পরীক্ষায় ৮ দশমিক ৭৪ শতাংশ মানুষের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে। আগের দিনের চেয়ে গত ২৪ ঘণ্টায় সংক্রমণ হার ১ শতাংশের মতো কমলেও আটজন বেশি মারা গেছেন। বয়স বিবেচনায় এখন পর্যন্ত মোট মৃত্যুর ৫৭ দশমিক ১২ ভাগই হয়েছে ষাটোর্ধ্বদের। সবচেয়ে কম মৃত্যু হয়েছে ০ থেকে ১০ বছর বয়সসীমার শিশুদের। দেশে করোনা সংক্রমণের ১৪ মাসে এই বয়সী ৪৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে চলতি মে মাসের আট দিনেই মারা গেছে চার শিশু। গত বছরের মাঝামাঝি শিশুমৃত্যু কিছুটা বাড়লেও বছর শেষে কমে যায়। গত জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চে ০ থেকে ১০ বছর বয়সী একজন করে শিশুর মৃত্যু হয়েছে প্রতি মাসে। এপ্রিলে চার শিশুর মৃত্যু হয়।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর