আসছে ২০২১-২২ অর্থবছরের জাতীয় বাজেটে গ্রামীণ অর্থনীতি সচল রাখতে কৃষিতে ভর্তুকি ও চলমান অন্যান্য উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানিয়েছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর। তিনি বলেছেন, গবেষণা বাড়াতে হবে। জোর দিতে হবে কৃষিতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর ওপর। উন্নত করতে হবে পানি ব্যবস্থাপনা। চালের উৎপাদন সঠিক মাত্রায় ধরে রাখতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ড. আহসান এইচ মনসুর বলেন, এবার হাওরাঞ্চলে ধান কাটা সফলভাবে হয়েছে। সার্বিক বিবেচনায় কৃষি অর্থনীতি মোটামুটি ভালো। তাই গ্রামীণ অর্থনীতির চিত্রও বর্তমানে খারাপ না। তবে লকডাউন ও নানা কারণে ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তা দিতে হবে। যারা দিন আনে দিন খায় তাদের জন্য খাবারের ব্যবস্থা করতে হবে। গত বছরের বাজেটে এ খাতে সরকার পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি। সে জন্য এবারের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়াতে হবে। তিনি বলেন, আগামী বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে স্বাস্থ্য খাতে। এই মহামারী করোনার মধ্যেও গত বছর স্বাস্থ্য খাতের কোনো উন্নতি হয়নি। করোনা হয়তো আরও দুই-তিন বছর থাকতে পারে। সুতরাং সামনের দিনগুলোতে স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে হবে। সরকারের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে এ খাতকে। আগামী বাজেটে এডিপিতে নতুন নতুন শ্রমবান্ধব প্রকল্প নিতে হবে। কেননা করোনায় অনেক মানুষ কর্মহীন হয়ে গেছে। তাদের জন্যও আগামীর বাজেটে ব্যবস্থা রাখতে হবে। ড. আহসান এইচ মনসুর বলেন, আগামী অর্থবছরের বাজেট উচ্চাভিলাষী নয়, বাস্তবভিত্তিক হতে হবে। এবার করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও ক্ষতি পুষিয়ে নিতে শতভাগ গুরুত্ব দিতে হবে। টিকা, লকডাউন, হাসপাতাল এবং ক্ষুধার্ত মানুষের খাবারের ব্যবস্থা করতে পৃথক বরাদ্দ থাকতে হবে। সরকারের আয়-ব্যয়ে বিশাল ঘাটতি দেখা দিয়েছে। এ ঘাটতি পূরণে নিতে হবে রাজস্ব আয় বাড়ানোর পদক্ষেপ। এ ছাড়া অর্থ চলাচলের প্রধান চ্যানেল আর্থিক খাত সংস্কারে সুস্পষ্ট দিকনির্দেশনা থাকা জরুরি। পিআরআইর নির্বাহী পরিচালক বলেন, ‘আমাদের এখানে সব সময় অবাস্তব বাজেট করা হয়। সরকারকে বলব গত বছর থেকে শিক্ষা নিন। বাস্তববাদী হোন। বাজেট ঘাটতি ৫ শতাংশ দেখানো হয়। এ বছর এটি অন্তত ৭-৮ শতাংশ হওয়া প্রয়োজন। ফেব্রুয়ারি মাস পর্যন্ত বাজেট বাস্তবায়িত হয়েছে ৩২ শতাংশ। বাজেট অবশ্যই বাস্তবসম্মত হতে হবে। বাড়াতে হবে সামাজিক নিরাপত্তার আওতা ও বরাদ্দ। অপ্রয়োজনীয় বা কম প্রয়োজনীয় প্রকল্প বাদ দিতে হবে।’ তাঁর মতে, আগামী বাজেটে রাজস্ব আয় বেশি বাড়বে না। সেই সঙ্গে করোনার প্রভাবও থাকবে। সুতরাং আগামী বছর আয় কম হবে। কিন্তু ব্যয় বাড়বে বিভিন্ন কারণে। এ জন্য আগামী বাজেটকে সেভাবেই সাজাতে হবে।
শিরোনাম
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
কৃষিতে ভর্তুকি অব্যাহত রাখতে হবে
-ড. আহসান এইচ মনসুর
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর