শিরোনাম
বুধবার, ১২ মে, ২০২১ ০০:০০ টা

অবকাঠামো নির্মাণে নজর দিতে হবে

-কাজি আমিনুল হক

অবকাঠামো নির্মাণে নজর দিতে হবে

২০২১-২২ অর্থবছরের জাতীয় বাজেটে দক্ষিণাঞ্চলের শিল্পায়ন ও ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে অবকাঠামো নির্মাণে নজর দিতে হবে বলে মনে করেন খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজি আমিনুল হক। তিনি বলেন, স্বপ্নের পদ্মা সেতু বাস্তবে রূপ নিয়েছে, অচিরেই ঢাকাসহ উত্তরাঞ্চলের সঙ্গে সড়কপথে সরাসরি যোগাযোগ তৈরি হবে। এতে পিছিয়ে পড়া এ অঞ্চলের অর্থনীতি আবারও গতি পাবে। ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত সুপার এক্সপ্রেসওয়ে নির্মিত হয়েছে। তাই ভাঙ্গা থেকে মোংলা বন্দর পর্যন্ত অবিলম্বে ফোর লেন এবং যশোর-খুলনা ফোর লেন করার জন্য বাজেটে বরাদ্দ দিতে হবে। গতকাল  বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। কাজি আমিনুল হক বলেন, ভারত, নেপাল, ভুটানসহ এশিয়ান হাইওয়ের সঙ্গে সংযুক্ত হতে মোংলা-বেনাপোল-ভোমরা এ তিনটি বন্দরের উন্নয়ন এবং যোগাযোগব্যবস্থা উন্নত করা প্রয়োজন। বাজেটে খানজাহান আলী বিমানবন্দর ও খুলনা শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় বাস্তবায়নে অর্থ বরাদ্দ দিতে হবে। শিল্পের উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রধানমন্ত্রী দেশে ১০০ অর্থনৈতিক জোন তৈরির ঘোষণা দিয়েছেন। সে ক্ষেত্রে খুলনার তেরখাদা ও বটিয়াঘাটা উপজেলায় দুটি অর্থনৈতিক জোন করার জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে। এ জোনের কার্যক্রম শুরুর জন্য বাজেটে বরাদ্দ থাকতে হবে। তিনি বলেন, অবকাঠামো তৈরি হলে বিনিয়োগ বাড়বে। ফলে বিনিয়োগ-উপযোগী পরিবেশ গড়ে তুলতে হবে। এ ছাড়া করোনাকালে খুলনা অঞ্চলকে বিবেচনায় নিয়ে ভ্যাট সহনীয় পর্যায়ে রাখার আহ্বান জানিয়েছেন খুলনা চেম্বারে সভাপতি কাজি আমিনুল হক। তিনি ভ্যাটের পরিমাণ বৃদ্ধি না করে পরিধি বাড়ানোর ওপর জোর দেন। মুষ্টিমেয় ব্যবসায়ীদের চাপ সৃষ্টি না করে সব শ্রেণির ব্যবসায়ী যারা ভ্যাট প্রদানের যোগ্য তাদের ভ্যাটের আওতায় আনার দাবি জানান। এ ছাড়া সহজে ভ্যাট পরিশোধের জন্য প্যাকেজ ভ্যাটকে বড়, মাঝারি, ছোট এ তিন স্তরে বিভক্ত করলে ভ্যাট আদায় খাতে স্বচ্ছতা আসবে বলে তিনি মনে করেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর