বুধবার, ১৯ মে, ২০২১ ০০:০০ টা

শিক্ষা খাতের ক্ষতি পোষাতে সর্বোচ্চটুকু প্রয়োজন

শিরীন আকতার

শিক্ষা খাতের ক্ষতি পোষাতে সর্বোচ্চটুকু প্রয়োজন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. শিরীন আকতার বলেছেন, ‘চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে যা যা করা প্রয়োজন, এর সবই চাই।’

তিনি বলেন, করোনার প্রভাবে যেসব খাতে লক্ষ্যমাত্রা অর্জন করা যায়নি, সেসব খাতকে বিশেষ পরিকল্পনার আওতায় আনতে হবে। বিশেষ বরাদ্দ দিতে হবে। তিনি বলেন, ‘বাংলাদেশ যেভাবে উন্নত দেশে পরিণত হতে পারে, যে রকম উদ্যোগ নিলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন হয়, এসডিজির টার্গেট অর্জন করা সম্ভব, তা-ই আশা করি।’ চবি উপাচার্য বলেন, কভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশের ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ প্রশংসনীয়। কিন্তু স্বাস্থ্য খাতে এখনো সংকট আছে। সংকট কাটাতে স্বাস্থ্য খাতকে বিশেষ গুরুত্ব দিতে হবে। শিরীন আকতার বলেন, ‘একজন শিক্ষাবিদ হিসেবে আমি চাইব, শিক্ষা খাতে বিশেষ বরাদ্দ দেওয়া হোক। করোনার কারণে এ খাতের ক্ষতি পোষাতে বিশেষ প্রণোদনা দেওয়া হোক। করোনায় শিক্ষার্থীদের শিক্ষাজীবনের অপূরণীয় হয়েছে। এমন উদ্যোগ প্রয়োজন, যাতে এ ক্ষতি পুষিয়ে ওঠা সম্ভব হয়। ভবিষ্যৎ নীতিনির্ধারকরা যাতে সত্যিকারের শিক্ষার আলো থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যে সর্বোচ্চটুকু করা উচিত।

 

সর্বশেষ খবর