মঙ্গলবার, ২৫ মে, ২০২১ ০০:০০ টা
অষ্টম কলাম

যুক্তরাষ্ট্রে জনজীবনে ফিরতে শুরু করেছে স্বাভাবিকতা

করোনার ভীতি কাটছে

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

করোনা সংক্রমণের হার একেবারেই কমে যাওয়া এবং মৃত্যুর হারও নিয়ন্ত্রণে আসায় নিউইয়র্কসহ সারা আমেরিকা পুনরায় জেগে ওঠা শুরু করেছে। ফলে এখন সড়ক-মহাসড়কে শুধু ট্রাফিক জ্যামই দেখা দেয়নি, পথচারীরাও হুমড়ি খেয়ে পড়ছেন নিজ নিজ গন্তব্যে। ব্যবসা-বাণিজ্যেও গতি আসতে শুরু করেছে।

গত বছরের মধ্য মার্চের পূর্ববর্তী অবস্থা দৃশ্যমান হচ্ছে নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, ফিলাডেলফিয়া, বস্টন, ডেট্রয়েট, মায়ামি, আটলান্টা, ডালাস, হিউস্টন, ফিনিক্সসহ বাংলাদেশি অধ্যুষিত সিটিগুলোতে। এখনো প্রায় সবাই মাস্ক পরলেও সামাজিক দূরত্ব নিয়ে খুব বেশি মাথাব্যথা কারও আছে বলে মনে হয় না। সপ্তাহখানেক আগেই সিডিসি জানিয়েছে, যারা পূর্ণ ডোজের টিকা নিয়েছেন তারা মাস্ক না পরলেও চলবে। এরপর নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়া, কানেকটিকাট, ম্যাসাচুসেটস, ভার্জিনিয়া, মিশিগান, টেক্সাস, ফ্লোরিডা, জর্জিয়া, ক্যালিফোর্নিয়া, অ্যারিজোনাসহ বেশকটি স্টেটে রেস্টুরেন্ট, বার, ক্লাব পুরোদমে খুলে দেওয়া হয়েছে। ব্যবসা-বাণিজ্য কেন্দ্রে প্রবেশাধিকার অবাধ এবং অফিস-আদালতেও সশরীরে উপস্থিতির বিধি শিথিল করা হয়েছে। গ্রীষ্মের আমেজে পরিবেশ-প্রকৃতি সবকিছুতেই প্রাণ ফিরেছে। প্রাণের সঙ্গে প্রাণ মিশিয়ে বিশ্বখ্যাত টাইমস স্কোয়ারে তরুণ-তরুণীরা আবারও উচ্ছলতায় মেতে উঠেছেন। প্রবাসী বাংলাদেশিরাও নিজ নিজ আঙিনায় পুরনো আড্ডায় বারবিকিউ পার্টি শুরু করেছেন। সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠনগুলোও চিরচেনা পন্থায় বৈঠক শুরু করেছে। অনেকেই পিকনিকের কর্মসূচি ঘোষণা করছেন। গত বছরের জুনের পর এই সপ্তাহে করোনায় সংক্রমণের সংখ্যা দৈনিক ৩০ হাজারের নিচে এসেছে। গত বছরের গ্রীষ্মের যে কোনো দিনের চেয়ে গত সপ্তাহে সবচেয়ে কম মানুষের প্রাণ ঝরেছে করোনায়। সিডিসির তথ্য অনুযায়ী, সারা আমেরিকাতেই পরিস্থিতির উন্নতি ঘটেছে। রবিবার পর্যন্ত মোট জনসংখ্যার ৫০% এর মতো করোনার টিকা গ্রহণ করেছেন। যদিও সাম্প্রতিক সময়ে টিকা প্রদানের গতি শ্লথ হয়ে পড়েছে। ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (ফেডারেল ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা)-এর সাবেক প্রধান ড. স্কট গুটলিব গত রবিবার সিবিএস টিভির ‘ফেস দ্য নেশন’-এ বলেছেন, ‘আমার ধারণা জুনের মধ্যে প্রতিদিন গড়ে প্রতি হাজার আমেরিকানের মাত্র একজন করে করোনায় সংক্রমিত হবেন। যা খুবই আশাব্যঞ্জক ঘটনা বলে মনে করছি। উল্লেখ্য, করোনায় সংক্রমণের হার রবিবার ৩% এরও কম ছিল এবং এটি হচ্ছে গত ১১ মাসের মধ্যে সর্বনিম্ন। অর্থাৎ করোনার টেস্ট ব্যাপকভাবে শুরুর পর এত কম সংক্রমিত হয়নি কোনোদিনই। আর এটি হচ্ছে সারা আমেরিকার দৈনিক গড় হার। গত বছরের ৫ মার্চের পর এই প্রথম ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকো জেনারেল হাসপাতাল করোনার কোনো রোগী পায়নি গত বৃহস্পতিবার।

সর্বশেষ খবর