শনিবার, ২৯ মে, ২০২১ ০০:০০ টা

নারদ মামলায় জামিন পশ্চিমবঙ্গের চার হেভিওয়েট নেতা-মন্ত্রীর

কলকাতা প্রতিনিধি

‘নারদ’ স্টিং অপারেশন মামলায় গ্রেফতারকৃত পশ্চিমবঙ্গের দুই মন্ত্রীসহ চার হেভিওয়েট নেতার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে কলকাতা হাই কোর্ট। গতকাল শুনানি শেষে ২ লাখ রুপির ব্যক্তিগত বন্ডে পরিবহন ও আবাসন মন্ত্রী ফিরহাদ হাকিম, পঞ্চায়েত ও গ্রামউন্নয়ন মন্ত্রী সুব্রত মুখার্জি, তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র এবং কলকাতার সাবেক মেয়র শোভন চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করে হাই কোর্টের পাঁচ সদস্যের বৃহত্তর বেঞ্চ। বেলা ১১টা নাগাদ কলকাতা হাই কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চে এ মামলার শুনানি হয়। উল্লেখ্য, গত ১৭ মে ওই চার নেতা-মন্ত্রীকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ওইদিন কলকাতার ব্যাঙ্কশাল আদালতের বিশেষ সিবিআই আদালতে চারজনের জামিন মঞ্জুর করলেও রায়ের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় সিবিআই এবং রাতেই ওই জামিনের ওপর স্থগিতাদেশ জারি করে তাদের সবাইকে জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।

সর্বশেষ খবর