শনিবার, ২৯ মে, ২০২১ ০০:০০ টা

আখের রস বিক্রেতার হাতে প্রাণ গেল তরমুজ বিক্রেতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বঙ্গবাজারে ফুটপাথে বসা নিয়ে তরমুজ বিক্রেতা সেলিমের (৫০) সঙ্গে আখের রস বিক্রেতা সুলতানের কথা কাটাকাটি ও ঝগড়া হয়। একপর্যায়ে সুলতান (৩৫) তার আখের রস বের করা মেশিনের লোহার হ্যান্ডেল দিয়ে সেলিমের মাথায় আঘাত করেন। এতে সেলিমের মৃত্যু হয়। গতকাল বেলা সাড়ে ১১টায় শাহবাগ থানার বাবুপুরা পুলিশ ফাঁড়ির পাশে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, গুরুতর আহত অবস্থায় আশপাশের লোকজন তরমুজ বিক্রেতা সেলিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।   বাবুপুরা পুলিশ ফাঁড়ির এএসআই মো. জয়নাল জানান, ফুটপাথে পাশাপাশি বসে ব্যবসা করতেন তারা। বসার জায়গা একটু কমবেশি হওয়া নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। একজন লোহা দিয়ে আরেকজনের মাথায় আঘাত করেন। এতে আঘাতপ্রাপ্ত সেলিমের মৃত্যু হয়। এ ঘটনায় আখের রস বিক্রেতা সুলতানকে আটক করা হয়েছে। জানা গেছে, সেলিম নোয়াখালীর সুধারাম উপজেলার খুবলী গ্রামের আক্কাস চৌধুরীর ছেলে। তিনি বঙ্গবাজারের পাশে পুরান রেলওয়ে কলোনি বস্তিতে পরিবার নিয়ে থাকতেন।

সর্বশেষ খবর