রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) উপদেষ্টা ডা. মুশতাক হোসেন বলেছেন, যেখানে সংক্রমণ বেশি সেখানে কঠোর বিধিনিষেধ থাকতে হবে। আবার যেখানে কম সেখানে তো একেবারেই ছেড়ে দেওয়া যাবে না। যেখানে সংক্রমণের হার কম সেই জায়গাও প্রতিরক্ষা করতে হবে। যেখানে বেশি আছে সেখানে কমাতে হবে। দেশের কোনো এলাকাই এখন পুরোপুরি নিরাপদ নয়। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে ফোনালাপে এ কথা বলেন জনস্বাস্থ্যবিধ ডা. মুশতাক হোসেন। আলাপচারিতায় তিনি বলেন, মানুষ যদি মাস্ক না ব্যবহার করে, সভা সমাবেশ করে, গায়ে গায়ে লাগিয়ে চলাচল করে তাহলে সেখানে করোনার সংক্রমণ বাড়বেই। কাজেই সারাদেশেই এখন কমবেশি বিধি নিষেধ থাকতে হবে। যানবাহনে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। শপিংমলসহ সব বিপণিবিতানগুলোতেও মানতে হবে স্বাস্থ্যবিধি। পর্যটনকেন্দ্র গুলোও এখন খোলার সময় আসেনি। তিনি বলেন, সীমান্ত এলাকায় এখন গ্রামে গ্রামে করোনা ছড়িয়ে পড়েছে। এক সময় বলা হতো গ্রামে করোনা হয় না। গরীব মানুষকে করোনা ধরে না। কিন্তু এখন সেটা ভুল প্রমাণিত হয়েছে। আমাদের গ্রামে গ্রামেও এখন করোনা হচ্ছে। ভারতে কুম্ভ মেলায় যেসব শ্রমিক কৃষক বা গরিব লোকজন গিয়েছেন তাদের অনেকেই মারা গেছেন করোনায়। কুম্ভ মেলার পাশাপাশি নির্বাচনে সংক্রমিত হয়েছে। দিল্লীতে মাসের পর মাস কৃষকদের আন্দোলন কর্মসূচি ছিল, সেখানেও অনেকেই সংক্রমিত হয়েছেন। এক জায়গায় বেশি মানুষ জড়ো হলে সংক্রমিত সবাই হবে। সেখানে ভাইরাসের শক্তি বেড়ে যায়। যারা মেহনত করেন পরিশ্রমী কিন্তু সেখানে বেশি লোক জড়ো হলে করোনা কিন্তু ছড়াবেই। ডা. মুশতাক হোসেন বলেন, এসব বিবেচনা করেই দেশের সর্বত্রই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তবে যাতায়াত, অফিস আদালত বন্ধ করে রাখা উচিত না। শিক্ষা প্রতিষ্ঠানও এভাবে দীর্ঘমেয়াদে বন্ধ রাখা উচিত হবে না। ঝুঁকিটা যত কমানো যায়, সেই চেষ্টায় করতে হবে। ঝুঁকি যেখানে বেশি বিধি নিষেধ সেখাতে তত কঠোর হতে হবে। যেখানে করোনা কম সেখানেও ন্যূনতম বিধি নিষেধ মেনে চলতে হবে। কম থাকলে সেখানে বিধি নিষেধ মেনে চললে ঝুঁকি কমে যাবে। কিন্তু যদি না মানি তাহলে যেকোনো সময় ঝুঁকি বাড়তে পারে। তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেওয়া উচিত। ধাপে ধাপে স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়গুলোর মৌখিক পরীক্ষা বা অন্য পরীক্ষা নেওয়া দরকার। এগুলো পরীক্ষামূলকভাবে চালু করা যেতে পারে। তবে প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠান সবার পরে খুলতে হবে।
শিরোনাম
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
সভাসমাবেশ গায়ে গা লাগিয়ে চলা যাবে না
-ডা. মুশতাক হোসেন
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর