বুধবার, ৯ জুন, ২০২১ ০০:০০ টা

আনপ্রেডিকটেবল করোনা, সতর্ক থাকতে হবে : কাদের

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনা আনপ্রেডিকটেবল। কখন যে কোন দিকে মোড় নেবে বলা মুশকিল। কাজেই আমাদের সবসময়ই সতর্ক থাকতে হবে। তিনি এরা বলেন, ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আমাদের সীমান্ত এলাকাগুলোয় করোনার সংক্রমণ বাড়ছে। প্রাণহানি বাড়ছে। এ অবস্থায় পরিস্থিতি স্ট্যাবল, তা বলা যায় না। সংক্রমণ কিছুটা ঊর্ধ্বমুখী।

গতকাল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দেশের বিশেষ লকডাউনের আওতাধীন এলাকাসমূহে করোনার সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। ত্রাণ সম্পাদক সুজিত রায় নন্দীর পরিচালনায়  অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, শিক্ষা সম্পাদক সামছুন্নাহার চাঁপা, সৈয়দ আবদুল আউয়াল শামীম, নুরুল আমিন রুহুল এমপি, ডা. দিলীপ রায়, আবদুল ওয়াদুদ দারা এমপি প্রমুখ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আন্দোলন ও নির্বাচনে পরাজিত হয়ে বিএনপি এখন প্রতিশোধ নিতে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। আন্দোলনের নামে সহিংস কোনো পরিস্থিতির সৃষ্টি করা হলে আওয়ামী লীগ রাজপথে সমুচিত জবাব দেবে। ঘরে বসে লিপ সার্ভিস বন্ধ করে বিএনপিকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আপনাদের আন্দোলন কোন বছর হবে? দেখতে দেখতে এক যুগ পার হয়ে গেলেও জনগণ আন্দোলন আর দেখল না। তিনি বলেন, যারা নির্বাচন বয়কট করে তারা কখনো গণতন্ত্রে বিশ্বাসী হতে পারে না। বিএনপি চোখে দেখতে পায় না বলেই সরকারের উন্নয়ন দেখতে পায় না।

সর্বশেষ খবর