বুধবার, ৯ জুন, ২০২১ ০০:০০ টা
অষ্টম কলাম

হঠাৎ একযোগে বন্ধ বিশ্বের সেরা ওয়েবসাইটগুলো

প্রতিদিন ডেস্ক

বিবিসি, গার্ডিয়ান, ফিন্যান্সিয়াল টাইমস, ইনডিপেনডেন্ট, নিউইয়র্ক টাইমসসহ বিশ্বের বেশ কিছু শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমের ওয়েবসাইট একযোগে বন্ধ হয়ে যায় গতকাল বিকাল ৪টার পরপর। কিছুক্ষণ পর ওয়েবসাইটগুলো আবার অনলাইনে ফিরে আসা শুরু করে। বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটও এ সময় বন্ধ দেখায়। ওয়েবসাইটগুলোয় ঢুকলে কখনো ‘এরর ৫০৩ সার্ভিস আনঅ্যাভেইলেবল’, কখনো ‘কানেকশন ফেইলিউর’ লেখা দেখাচ্ছে।

প্রাথমিক কারণ হিসেবে ধারণা করা হচ্ছে, ফাস্টলি নামের ক্লাউড কম্পিউটিং সেবাদাতা প্রতিষ্ঠানের কারণে এমনটা হয়েছে। বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ ওয়েবসাইট তাদের সেবায় পরিচালিত হয়।

ফাস্টলির একটি সেবা হলো কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্ক (সিডিএন)। এর মাধ্যমে এক সার্ভার থেকে ওয়েবসাইটের ফাইল সরবরাহ না করে বিশ্বের অনেক দেশে অবস্থিত সার্ভার থেকে সরবরাহ করা হয়। এতে সার্ভার এবং ওয়েবসাইটের ভিজিটরের মধ্যে দূরত্ব কম হওয়ায় ওয়েবসাইট দ্রুত লোড হয়।

বিবিসিকে ফাস্টলি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ব্যাপারটি ঘেঁটে দেখছে। তবে গতকাল রাত ৮টায় রিপোর্ট লেখা পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি।

সর্বশেষ খবর