বুধবার, ৯ জুন, ২০২১ ০০:০০ টা

এনআইডি নিজেদের কাছে রাখার পক্ষেই নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক

পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম নিজেদের কাছে রাখার বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অবস্থান তুলে ধরেছে নির্বাচন কমিশন সচিবালয়। গতকাল এ সংক্রান্ত পত্র মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ সচিবের কাছে পাঠানো হয়েছে বলে জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তিনি জানান, এনআইডি কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেওয়ার প্রক্রিয়ার মধ্যে নির্বাচন কমিশনের রাখার পক্ষে যুক্তি তুলে

ধরা হয়েছে এ চিঠিতে। ইসি সচিবালয়ের কর্মকর্তাদের কনসার্ন তুলে ধরা হয়েছে; সেই সঙ্গে কমিশনের কাছে কার্যক্রম রাখার জন্য বলা হয়েছে বলেন ইসির অতিরিক্ত সচিব। ইসির নির্দেশনায় উপসচিব মোহাম্মদ এনামুল হক স্বাক্ষরিত মন্ত্রিপরিষদ বিভাগ সচিবের কাছে পাঠানো এ চিঠিতে বলা হয়, জাতীয় পরিচয়পত্রের ব্যবস্থাপনায় যে কোনো পরিবর্তন আনার জন্য অতি গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য। এ বিষয় বিবেচনায় আনা হলে জাতীয় পরিচয়পত্রের কার্যক্রম ব্যবস্থা অপরিবর্তিত রাখা সমীচীন হবে মর্মে কমিশন মনে করে।

সর্বশেষ খবর