শুক্রবার, ২৫ জুন, ২০২১ ০০:০০ টা

মা-বাবা-বোনকে হত্যায় মেহজাবিনের স্বীকারোক্তি

আদালত প্রতিবেদক

মা-বাবা-বোনকে হত্যায় মেহজাবিনের স্বীকারোক্তি

রাজধানীর কদমতলী থানায় করা বাবা-মা ও বোন হত্যা মামলায় মেহজাবিন ইসলাম মুন দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। গতকাল ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা আসামির জবানবন্দি রেকর্ড করেন। এর আগে চার দিনের রিমান্ড শেষে মুনকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা কদমতলী থানার পুলিশ পরিদর্শক জাকির হোসাইন। পরে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামির জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন।  এ-সংক্রান্ত মামলায় বলা হয়েছে, কদমতলীর মুরাদপুর রজ্জব আলী সরদার রোডের পাঁচতলা বাড়ির দ্বিতীয়তলা থেকে মুনের বাবা-মা ও বোনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন মাসুদ রানা (৫০), তার স্ত্রী মৌসুমি ইসলাম (৪০) ও মেয়ে জান্নাতুল (২০)। অচেতন অবস্থায় মুনের স্বামী শফিকুল ইসলাম ও মেয়ে তৃপ্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। এর আগে রাজধানীর কদমতলীতে একই পরিবারের মা, বাবা ও বোনকে হত্যার ঘটনায় মেহজাবিন ইসলাম মুন ও তার স্বামী শফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা হয়। নিহত মাসুদ রানার বড় ভাই এবং আটক মেহজাবিন ইসলাম মুনের বড় চাচা সাখাওয়াত হোসেন বাদী হয়ে মেহজাবিন ইসলাম মুন ও তার স্বামী শফিকুল ইসলামের বিরুদ্ধে এ মামলা করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর