শনিবার, ৩ জুলাই, ২০২১ ০০:০০ টা

দুই দিনে কমবে বৃষ্টির প্রবণতা

ভারী বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক

আগামী দুই দিনের মধ্যে বৃষ্টির প্রবণতা কমে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এ সময় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজধানীতে গতকাল সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি ছিল দিনভর। কখনো টিপটিপ, কখনো ইলশেগুঁড়ি আবার কখনো মুষলধারে বৃষ্টি চলেছে। কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে থেমে থেমে বৃষ্টির কারণে রাস্তাঘাট ছিল একেবারেই ফাঁকা।

এদিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশের কোনো কোনো অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। গতকাল রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় এবং রংপুর ও খুলনা বিভাগের অনেক জায়গায় থেমে থেমে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ছিল। আবহাওয়া অফিস আরও জানায়, চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রভাবে  ভূমিধসের আশঙ্কা রয়েছে। মৌসুমি বাতাস ভারতের উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। বর্তমানে এটি বাংলাদেশের ওপর সক্রিয় রয়েছে।

সর্বশেষ খবর