সোমবার, ৫ জুলাই, ২০২১ ০০:০০ টা

সুরে ভাসল অনলাইন শ্রোতারা

সাংস্কৃতিক প্রতিবেদক

সুরে ভাসল অনলাইন শ্রোতারা

অসাধারণ গায়কি ও মেলোডিয়াস সুরের কারণে আকাশচুম্বী জনপ্রিয়তা অর্জন করেন প্রয়াত গায়ক সুবীর নন্দী। আধুনিক থেকে শুরু করে চলচ্চিত্রের গানের মাধ্যমে নিজের পারঙ্গমতা ছড়িয়ে দিয়েছেন এ দেশের অগণিত সংগীতানুরাগীদের মাঝে। শিল্পীর জনপ্রিয় গানের সুর ভার্চুয়াল জগতে ছড়িয়ে দিয়ে বরেণ্য এই প্রয়াত শিল্পীকে স্মরণ করেছে সাংস্কৃতিক সংগঠন ‘নিবেদন’। গতকাল ছিল তিন দিনের এই স্মরণানুষ্ঠানের  দ্বিতীয় দিনের আসর। এ দিন রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত সংগঠনটির ফেসবুক গ্রুপে (https://www.facebook.com/groups/2657204641218075) অনুষ্ঠিত হয় ঘণ্টাব্যাপী এই ভার্চুয়াল সুরের আসর। অনুষ্ঠানে প্রত্যেক শিল্পী তিনটি করে পাঁচজন শিল্পী মোট ১৫টি গান পরিবেশন করেন।

প্রয়াত শিল্পীর জনপ্রিয় এসব গানের অনন্য পরিবেশনা অনলাইন শ্রোতাদের ভাসিয়ে নিয়ে যায় সুরের সমুদ্রে। এর আগে সুবীর নন্দীর জীবন ও তার গান নিয়ে আলোচনা করেন বরেণ্য গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান ও সুরস্রষ্টা শেখ সাদী খান।

আজ সোমবার শেষ হবে তিন দিনের এই ডিজিটাল সুরের আসর।

সর্বশেষ খবর