শনিবার, ৩১ জুলাই, ২০২১ ০০:০০ টা

সরকার দেশকে দুর্নীতিতে পরিপূর্ণ করে ফেলেছে : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার দেশকে দুর্নীতিতে পরিপূর্ণ করে ফেলেছে। সরকার আজ ব্যাংকিং সেক্টর, শেয়ার মার্কেটসহ গোটা অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। মানি লন্ডারিং এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে সরকার এখন নিজেই বলছে এটা নিয়ন্ত্রণ করা দরকার। দেশের দুর্ভাগ্য, দুদকের সাবেক চেয়ারম্যানের নামেও দুর্নীতির অভিযোগ উঠেছে! গোটা দেশই এখন দুর্নীতিতে পরিপূর্ণ হয়ে গেছে। বিএনপির স্বাধীনতা সুবর্ণজয়ন্তী জাতীয় উদ্যাপন কমিটির উদ্যোগে বছরব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে গতকাল ‘ব্যক্তি খাত বিকাশে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মুক্তবাজার অর্থনীতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ভার্চুয়াল আলোচনা সভায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথির বক্তব্য দেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় উদ্যাপন কমিটির আহ্বায়ক ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও সদস্যসচিব আবদুস সালামের সঞ্চালনায় আলোচনায় দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, বরকতউল্লা বুলু, অধ্যাপক মাহবুব উল্লাহ, অধ্যাপক খন্দকার মোস্তাহিদুর রহমান প্রমুখ বক্তব্য দেন।

মির্জা ফখরুল বলেন, দেশে এখন প্রায় ৬ কোটি লোক দারিদ্র্যসীমার নিচে। করোনার আঘাত সহ্য করতে পারছে না বাংলাদেশ। আজ নতুন করে আরও ২ কোটি লোক দরিদ্র হয়ে গেছে। অন্যদিকে কিছু লোক লুট ও দুর্নীতির মধ্য দিয়ে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। বিএনপি মহাসচিব বলেন, আজ আমাদের জিয়াউর রহমানের পথ অনুসরণ করে প্রথমে দলকে সুসংগঠিত করতে হবে। জনগণসহ সব গণতান্ত্রিক শক্তিকে একীভূত করে গণতন্ত্র ছিনিয়ে আনতে হবে। গণতন্ত্র আমাদের থেকে হারিয়ে গেছে। বেগম খালেদা জিয়া কারারুদ্ধ আছেন, তাঁকে মুক্ত করতে হবে। জিয়াউর রহমানের চিন্তাভাবনা দিয়েই এ দেশের ১৮ কোটি মানুষকে মুক্ত করতে হবে। তিনি বলেন, বাংলাদেশের ৫০ বছর হয়ে গেল। এ ৫০ বছরে এখন পর্যন্ত বর্তমানে যারা জোর করে দায়িত্ব গ্রহণ করেছেন তারা অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশকে একটি পরনির্ভরশীল অর্থনীতিতে পরিণত করেছেন। এক ব্যক্তি, এক পরিবার এবং একটা দলকে প্রতিষ্ঠিত করার জন্য সমগ্র দেশকে তারা গ্রাস করে ফেলেছেন। এভাবে চলতে পারে না।

সর্বশেষ খবর