সোমবার, ৯ আগস্ট, ২০২১ ০০:০০ টা

পুলিশ পরিচয়ে আসামি ধরতে গেলে দুজনকে পুলিশে দিল জনতা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ভুয়া পুলিশ সেজে আসামি ধরতে গিয়ে জনতার হাতে দুজন আটক হয়েছে। পরে ৯৯৯-এ ফোন দিলে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যান। গতকাল সকালে উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের কোনাপাড়ায় এ ঘটনা ঘটে। জানা গেছে, আরিফুল ইসলাম নামে একজন মোটরসাইকেল মেকানিক্স একই ইউনিয়নের মহদীপুর গ্রামে বিয়ে করেন। সেখানে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হলে ২৭ জুলাই শ্বশুরবাড়ির লোকজন তাকে মারপিট         করে। এরপর আরিফুলের পরিবারের লোকজন তার শ্বশুরবাড়ির একজনকে মারধর করেন। এ ঘটনায় মিঠাপুকুর থানায় মামলা করেন তারা। মামলার পর দুলাভাইয়ের বাসায় পালিয়ে থাকেন আরিফুল ইসলাম। দুলাভাইয়ের বাসায় সকালে কামরুজ্জামান ও দুলাল নামে দুই ব্যক্তি পুলিশ পরিচয় দিয়ে তাকে উঠিয়ে নিয়ে আসতে চাইলে এলাকার লোকজন বাধা দেয়। পুলিশের আইডি কার্ড দেখাতে না পারলে জনতা ৯৯৯-এ ফোন দেন। পরে পুলিশ এসে তাদের আটক করেন। আটককৃতরা হলো- উপজেলার পার্শ্ববর্তী লতিবপুর ইউনিয়নের জায়গীরহাটের বাতাসন দুর্গাপুর মৌসুমিপাড়া গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে কামরুজ্জামান ও জায়গীর বাসস্ট্যান্ড মসজিদ সংলগ্ন সাইফুল ইসলামের ছেলে দুলাল মিয়া। এলাকাবাসী জানায়, কামরুজ্জামান রংপুর শিক্ষা প্রকৌশল অধিদফতরে ড্রাইভারের চাকরি করতেন। ৬ মাস আগে তার চাকরি চলে যায়। সাইফুল একজন কাঁচামাল ব্যবসায়ী। তারা দুজনই মাদকাসক্ত। মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) জাকির হোসেন জানান, এ ঘটনায় আরিফুলের বোন বেবি নাজনিন বাদী হয়ে মামলা করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর