বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১ ০০:০০ টা
ইউএনওর বাসায় হামলা

বরিশালে আওয়ামী লীগের ১২ নেতা-কর্মী জামিনে মুক্ত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল ইউএনওর বাড়িতে হামলার ঘটনায় ইউএনও এবং পুলিশের দায়ের করা দুই মামলায় জামিনে মুক্তি পেয়েছেন আওয়ামী লীগের ১২ জন নেতা-কর্মী। অপর ৯ আসামির জামিন নামঞ্জুর করা হয়েছে। বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মাসুম বিল্লাহ গতকাল এ জামিন আদেশ দেন। এর আগে বেলা সাড়ে ১২টায় আদালতে ২১ আসামির পক্ষে জামিন   আবেদনের ওপর শুনানি করে অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস। রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর এ কে এম জাহাঙ্গীর। শুনানি শেষে আদালত ইউএনও মো. মুনিবুর রহমানের মামলায় মো. ইকতিয়ার উদ্দিন, আবদুস সালাম মনু ও আলো গাজী এবং কোতোয়ালি থানার উপ-পরিদর্শক শাহজালাল মল্লিকের দায়ের করা মামলায় মো. ইকতিয়ার উদ্দিন, আবদুস সালাম মনু, বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির সভাপতি মো. মমিন উদ্দিন কালু, মো. কবির তালুকদার, হুমায়ুন কবির হাওলাদার, মো. ইলিয়াছ, জমির উদ্দিন, আলো গাজী ও নাসির উদ্দিনের জামিন মঞ্জুর করেন। একই আদেশে আদালত অন্যদের জামিন নামঞ্জুর করেন। জামিন পাওয়া আওয়ামী লীগের ১২ নেতা-কর্মী গতকালই কারাগার থেকে মুুক্তি পান। ১৮ আগস্ট রাতে বরিশাল সদর উপজেলার ইউএনওর বাড়িতে হামলার ঘটনায় পরদিন ইউএনও এবং পুলিশ বাদী হয়ে  কোতোয়ালি মডেল থানায় সিটি মেয়র সাদিক আবদুল্লাহসহ আওয়ামী লীগের ৬০২ জন নেতা-কর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেন।

সর্বশেষ খবর