সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা
প্রকৃতি

বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ

বাগেরহাট প্রতিনিধি

বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ

বাগেরহাটের মোংলায় সুন্দরবন থেকে বাঘের তাড়া খেয়ে লোকালয়ে এসে আটকা পড়া একটি মায়াবী হরিণ উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে ফের বনে ছেড়ে দেওয়া হয়েছে। গতকাল ভোরে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ-সংলগ্ন মোংলার চিলা ইউনিয়নের জয়মনি এলাকার গাজীবাড়ির সীমানায় নেট  জালে জড়িয়ে আটকেপড়া এই মায়াবী হরিণটিকে উদ্ধার করে বন বিভাগ। বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. এনামুল হক জানান, রবিবার ভোরে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ-সংলগ্ন মোংলার চিলা ইউনিয়নের জয়মনি এলাকার গাজীবাড়ির সীমানায় নেট জালে জড়িয়ে থাকা একটি হরিণ দেখতে পেয়ে স্থানীয়রা বন বিভাগকে খবর দেন। খবর পেয়ে বন বিভাগের সদস্যরা সেখান থেকে হরিণটিকে উদ্ধার করেন। উদ্ধার হওয়া হরিণের শরীরে ক্ষতের চিহ্ন রয়েছে। সীমানা বেড়ার জালে জড়িয়ে আটকে পড়লে ছোটাছুটির চেষ্টা করায় হরিণটি সামান্য আহত হয়। পরে চাঁদপাই রেঞ্জ অফিসে এনে চিকিৎসা দিয়ে সকাল ১০টার দিকে হরিণটিকে বনে অবমুক্ত করা হয়।

সর্বশেষ খবর