শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

চেহারা পাল্টাতে পারেনি খুনি

মির্জা মেহেদী তমাল

চেহারা পাল্টাতে পারেনি খুনি

তিন বছর আগে পুরান ঢাকার ইংলিশ রোডে ছুরিকাঘাতে খুন হন রুবেল বেপারী। তিনি ছিলেন মুন্সীগঞ্জ-গুলিস্তান রুটে গাংচিল পরিবহনের বাসচালক। ছিনতাইকারীর ছুরিকাঘাতে তিনি প্রাণ হারান। এ ব্যাপারে ওয়ারি থানায় মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শুরু করে। পুলিশের ধারণা, ছিনতাইকারীর ছুরিকাঘাতেই তার মৃত্যু হয়েছে। কিন্তু দীর্ঘ তদন্তেও শনাক্ত হয় না ঘাতক। পরে মামলাটি সিআইডিতে স্থানান্তর হয়। সিআইডিও বেশ কিছু দিন ধরে মামলাটি তদন্ত করে। ঘটনাটি ২০১৬ সালের। সিআইডি নানাভাবে তদন্ত শুরু করে। খুঁজে পায় না খুনের ক্লু। পেশাদার ছিনতাইকারীদের গ্রেফতার করেও মেলে না কোনো তথ্য। থানা পুলিশের তদন্ত চলাকালে রুবেল বেপারীর স্ত্রী লিমা কিছুদিন দৌড়ঝাঁপ করলেও পরে হতাশ হয়ে পরেন। ধীরে ধীরে তিনিও দৌড়ঝাঁপ কমিয়ে দেন। সিআইডি তদন্ত করতে যেয়ে নতুন করে লিমার খোঁজ খবর নিতে শুরু করেন। কিন্তু লিমা ঢাকা ছেড়ে কোথায় চলে গেছেন, তার খবর নেই কারও কাছে। এভাবেই মাসের পর মাস কেটে যায়। বছরের পর বছর কাটে। রুবেল হত্যার আসামি গ্রেফতার দূরের কথা শনাক্ত পর্যন্ত হয় না। সিআইডির কাছে হঠাৎ একটি তথ্য আসে। রুবেলের স্ত্রী লিমাকে দেখা গেছে সিলেটের কোম্পানিগঞ্জে। খুনের তদন্ত করতে হলে লিমাকে খুঁজে পাওয়াটা ছিল ভীষণ জরুরি। ঘটনার তিন বছর পর মামলাটি আবারও জীবিত হয়ে ওঠে। সিআইডি লিমার খোঁজে আবারও মাঠে নামে। লিমার খোঁজ নিতে গিয়ে সিআইডি নতুন আরেক তথ্য পায়। যে তথ্যটি তদন্তকারীদের একটু ভাবিয়ে তোলে। তারা জানতে পারে, তিন বছর আগে লিমার ছিল এক মেয়ে। এখন তার দুই সন্তান। স্বামী মারা যাওয়ার পর আরেকটা বিয়ে করে দিব্যি সংসার করছেন। আর নতুন স্বামীর নাম টিপু বেপারী। তার আগের স্বামীর নাম রুবেল বেপারী। বেপারী টাইটেল নিয়েই চিন্তিত পুলিশ। তাহলে কি এখানে কোনো খুনের ক্লু রয়েছে? এমন প্রশ্ন পুলিশের মনে। পুলিশ এসব ভাবনা নিয়েই অভিযান চালায়। অবশেষে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাদের বাসার সন্ধান পায় সিআইডি। সিআইডির পুলিশ ২০১৯ সালের ২ মার্চ রাতে সিলেটের কোম্পানীগঞ্জ থানা বাজারের অলির বাড়ি থেকে টিপু বেপারীকে আটক করে। ওই বাড়িতে সে রুবেল বেপারীর স্ত্রী লিমা আক্তার কাকলী ও মেয়েকে নিয়ে সংসার করছিল। এরই মধ্যে লিমার গর্ভে টিপু বেপারীর একটি পুত্রসন্তানের জন্ম হয়েছে। গ্রেফতারের পর টিপু বেপারীকে জেরা করা হয়। ফাঁস করে রুবেল খুনের আদ্যোপন্ত। পরে ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের পর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। টিপু বেপারী আদালতে দেওয়া জবানবন্দি ও সিআইডির জিজ্ঞাসাবাদে রুবেল বেপারীকে হত্যার পর ছদ্মবেশে তার স্ত্রী-সন্তানকে নিয়ে তিন বছর সংসার করার চাঞ্চল্যকর তথ্য দেয়। রুবেল বেপারী ও টিপু একই মায়ের সন্তান। তবে তাদের বাবা দুজন। তাদের বাড়ি মাদারীপুরের কালকিনি থানার করকিরচরে। রুবেল বেপারীর বাবা মারা যাওয়ার পর হায়দার আলী বেপারীর সঙ্গে তার মায়ের বিয়ে হয়। হায়দার আলী বেপারীর ঘরে টিপু বেপারী ছাড়াও তার আরও এক ভাই এক বোন রয়েছে। তাদের সঙ্গেই থাকতেন রুবেল বেপারী ও তার আরেক ভাই। তারা দক্ষিণ কেরানীগঞ্জের গোলামবাজার ব বপাড়া মমিন হাজির বাড়িতে ভাড়া থাকতেন। রুবেল বেপারী গাংচিল পরিবহনের একটি গাড়ি চালাতেন। ২০১৪ সালে রুবেল বিয়ে করেন। স্ত্রীকে নিয়ে মুন্সীগঞ্জের বালিগাঁও এলাকায় ভাড়া বাসায় ওঠেন। এদিকে সৎ ভাই টিপু বেপারী মোবাইল সার্ভিসিংয়ের কাজসহ বিভিন্ন হাতের কাজ জানত। কিন্তু কাজে না গিয়ে সে এলাকায় আড্ডাবাজি করত। এ কারণে রুবেল বেপারী মুন্সীগঞ্জে একটি মোবাইল এক্সেসরিজের দোকান দিয়ে দেন টিপু বেপারীকে। থাকতে দেন নিজের বাসায়। রুবেল বেপারী সকালে বাসা থেকে বের হন, ফেরেন গভীর রাতে। এ সুবাদে টিপু বেপারী রুবেল বেপারীর স্ত্রী লিমা আক্তার কাকলীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে। তাদের সম্পর্কের বিষয়টি নিয়ে আশপাশের লোকজনের মাঝে কানাঘুষা শুরু হয়। এরই মধ্যে রুবেল বেপারীর ঘরে জন্ম নেয় একটি কন্যাসন্তান। একদিন রুবেল বেপারী স্ত্রী লিমা আক্তার কাকলী ও ভাই টিপু বেপারীকে অনৈতিক সম্পর্কের বিষয়ে শাসন করেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে মনোমালিন্য হয়। রুবেল বেপারী বাসা থেকে ডিউটিতে বের হলে টিপু বেপারী ভাবি ও তার সন্তানকে নিয়ে পালিয়ে লৌহজংয়ের নওয়াপাড়া এলাকায় থাকতে থাকেন। ফোন করে রুবেল বেপারী তার সন্তানকে ফিরিয়ে দেওয়ার জন্য চাপ দিলেও টিপু বেপারী সন্তান ফেরত দিচ্ছিলেন না। ২০১৬ সালের ১৮ মে দুপুর ১২টার দিকে টিপু বেপারী গুলিস্তানে মোবাইল এক্সেসরিজের মালামাল কিনতে আসেন। সেখানে দেখা হয়ে যায় রুবেল বেপারীর সঙ্গে। এ সময় রুবেল বেপারী তার মেয়েকে ফেরত চান। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে টিপুকে বাসের চাকায় পিষে মারার হুমকি দেন রুবেল। এতে ক্ষুব্ধ হন টিপু বেপারী। পরে ইংলিশ রোডের মাথায় একটি দোকান থেকে ৫০ টাকা দিয়ে একটি ছোরা কেনে সে। রুবেল বেপারী তখনো ওই এলাকায় অবস্থান করছিলেন। ওইদিন দুপুর দেড়টার দিকে গাড়ির একটি পার্টস কেনার জন্য ইংলিশ রোড থেকে ধোলাইখাল যাওয়ার জন্য একটি রিকশায় উঠছিলেন রুবেল বেপারী। ঠিক এমন সময় পেছন থেকে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান টিপু বেপারী। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে মিটফোর্ড ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখান থেকে বক্ষব্যাধি হাসপাতালে পাঠানো হলে সেখানে মারা যান রুবেল বেপারী। এ ঘটনায় তার বাবা হায়দার বেপারী বাদী হয়ে ওই বছরের ২০ মে ওয়ারী থানায় একটি হত্যা মামলা করেন। হায়দার বেপারীও জানতেন না, রুবেল বেপারীর খুনি তার ছেলে টিপু। এদিকে আগে থেকেই পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল না টিপু বেপারীর। রুবেল বেপারীকে হত্যার পর লৌহজং থেকে টিপু বেপারী লিমা আক্তার কাকলী ও তার মেয়েকে নিয়ে চলে যান সিলেটের কোম্পানীগঞ্জে। সঙ্গে শিশু থাকার কারণে তারা সেখানে বাসা ভাড়াও পেয়ে যান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে সিলেটে গিয়ে ফাহিম সুলতান নাম ধারণ করেন। সেখানে লিমা আক্তার কাকলীর সঙ্গে তিন বছর সংসার করেন। রুবেল বেপারীর কন্যাসন্তান ছাড়াও তাদের একটি ছেলে সন্তান রয়েছে। টিপু বেপারীর দাবি, কাজী অফিসে তাদের বিয়ে হয়। সিআইডি জানায়, সে রুবেল বেপারী হত্যার দায় স্বীকার করে বিস্তারিত জানিয়েছে। টিপু বেপারী এতটাই দুরন্ধর যে, সে গ্রেফতার এড়াতে নিজের নাম পাল্টে ছিল। সিআইডি যখন তাকে গ্রেফতার করতে যায়, তখন এলাকার মানুষও তাকে টিপু বেপারী নামে জানত না। সবাই চিনত ফাহিম সুলতান নামে। সে যে মোবাইল সিমটি ব্যবহার করত, তা-ও অন্য একজনের নামে নিবন্ধন করা ছিল। সিআইডি আরও জানায়, নাম পাল্টালেও চেহারা পাল্টাতে পারেনি খুনি।

সর্বশেষ খবর