রবিবার, ২৪ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ চালাচ্ছে এক অদৃশ্য শক্তি। প্রতি মুহূর্তে আমাদের ওপর খবরদারি করা হচ্ছে। ওই শক্তি এ দেশের মানুষ ও সমাজকে নিয়ন্ত্রণ করছে। এ রকম একটা অবস্থার মধ্যে আমরা গণতন্ত্রের লড়াই করছি।

গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত রাজনীতিক অলি আহাদের নবম            মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। অলি আহাদের মেয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা এমপির সভাপতিত্বে ও ড. জাহিদ-উর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুব উল্লাহ, রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী, গণসংহতি আন্দোলনের প্রধান জুনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ বক্তব্য দেন।

এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগরী দক্ষিণ বিএনপির উদ্যোগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে এক মানববন্ধনে যোগ দেন মির্জা ফখরুল। মহানগরী দক্ষিণের সভাপতি আবদুস সালামের সভাপতিত্বে ও সদস্যসচিব রফিকুল আলম মজনুর পরিচালনায় মানববন্ধনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, কেন্দ্রীয় নেতা আমানউল্লাহ আমান, রুহুল কবির রিজভী, ফজলুল হক মিলন, মীর সরফত আলী সপু, সাইফুল আলম নীরব, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, হাসান জাফির তুহিন, প্রকৌশলী ইশরাক হোসেন, আমিনুল হক প্রমুখ বক্তব্য দেন।

 

সর্বশেষ খবর