মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

বিমানে লুকানো সাড়ে ৮ কোটি টাকার সোনা জব্দ

নিজস্ব প্রতিবেদক

বিমানে লুকানো সাড়ে ৮ কোটি টাকার সোনা জব্দ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে লুকিয়ে রাখা ৮ কোটি ৪৪ লাখ টাকা মূল্যের ১২ কেজি সোনা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। সংস্থাটি জানিয়েছে- দুবাইফেরত বিমানের কার্গো হোল থেকে ১০৪টি সোনার বার উদ্ধার করা হয়। বিমানটির কার্গো হোলের মাঝখানের প্রবেশদ্বারের বাম পাশের ফ্লোরে ছাই রঙের তিনটি কাপড়ের বেল্টের ভিতরে লুকানো অবস্থায় সোনার বারগুলো পাওয়া যায়। উদ্ধার হওয়া সোনার বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি আটকের পর জামিন দেওয়া হয়েছে।

গতকাল কাকরাইলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক ড. আবদুর রউফ। রবিবার রাত সাড়ে ১১টার দিকে দুবাই থেকে আসা বিমানের বিজি-৪১৪৮ ফ্লাইটের কার্গো হোল থেকে ১২ কেজি সোনা জব্দ করা হয়েছে। সোনার বারগুলো পাচারের উদ্দেশে নিয়ে আসা হয়েছিল। এখন পর্যন্ত পাচারকারী কাউকে শনাক্ত করা যায়নি। শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদের নেতৃত্বে অভিযান চালানো হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর