শনিবার, ৩০ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

করোনায় রেকর্ড মৃত্যু রাশিয়ায়, মস্কোতে ফের লকডাউন

প্রতিদিন ডেস্ক

মহামারীতে নতুন করে বিপর্যয়ে পড়েছে রাশিয়া। এক দিনে দেশটিতে সর্বোচ্চ কভিড শনাক্ত ও মৃত্যুও রেকর্ড হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজধানী মস্কোয় জারি হয়েছে আংশিক লকডাউন। বিবিসি, রয়টার্স। মস্কোয় শুধু ওষুধ ও অন্যান্য অতি প্রয়োজনীয় দ্রব্যের দোকানগুলো খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। ৩০ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত ১১ দিন এই কড়াকড়ি বহাল থাকবে। তাছাড়া, রাশিয়াজুড়ে কর্তৃপক্ষ কর্মীদের শনিবার থেকে ৯ দিনের ছুটি দিয়েছে। ভাইরাস সংক্রমণ কমানোর চেষ্টায় নেওয়া হয়েছে এ ব্যবস্থা। রাশিয়ায় গত বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় কভিডে রেকর্ড ১ হাজার ১৫৯ জনের মৃত্যু হয়েছে। সরকারি হিসাব মতে, একই সময়ে রাশিয়ার ৮৫টি অঞ্চলে নতুন করে কভিড শনাক্ত হয়েছে রেকর্ড ৪০ হাজার ৯৬ জনের।

রাশিয়ায় কভিডে এক দিনে এটি সর্বোচ্চ মৃত্যুর নতুন রেকর্ড। দেশটিতে সর্বশেষ বড় ধরনের লকডাউন দেওয়া হয়েছিল গত বছর মে-জুনে। দেশটিতে সরকারি হিসাবে এ পর্যন্ত কভিডে মৃতের সংখ্যা ২ লাখ ৩০ হাজারেরও বেশি। এ সংখ্যা ইউরোপের দেশগুলোতে কভিডে আক্রান্তের মোট সংখ্যার চেয়ে বেশি। গত অক্টোবরে অবশ্য রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রোসস্ট্যাটের হিসাবে বলা হয়েছিল, দেশে কভিডে মৃতের সংখ্যা ৪ লাখের ওপরে। এ সংখ্যা রাশিয়ার সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি। প্রসঙ্গত, রাশিয়ায় জনগণের পূর্ণ ডোজ কভিড টিকা নেওয়ার হার কম। ২৩ অক্টোবর নাগাদ দেশটিতে টিকা নেওয়া মানুষের হার ছিল ৩২.৮%। অথচ ইউরোপের বেশির ভাগ দেশেই মানুষের টিকা নেওয়ার হার এর চেয়ে আরও অনেক বেশি। তবে রাশিয়া সবার আগেই কভিড টিকা স্পুৎনিক-ভি উদ্ভাবন এবং এর কার্যকারিতা নিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি পেলেও রুশদের অনেকেই এ টিকা নিয়ে সন্দিহান। তাই জনগণের টিকা নেওয়ার আগ্রহও কম। কয়েক সপ্তাহ ধরেই রাশিয়ায় কভিড সংক্রমণ বেড়ে চলছে। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও।

সর্বশেষ খবর