শনিবার, ৩০ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারি, ভোগান্তি চরমে

মানিকগঞ্জ ও রাজবাড়ী প্রতিনিধি

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ফেরি ডুবে যাওয়ার জেরে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের উভয় প্রান্তে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। শত শত যানবাহন নদী পারাপারের জন্য অপেক্ষায় রয়েছে।

মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় ঘাটে পারের অপেক্ষায় শতশত ট্রাক। শিমুলিয়া কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় এই নৌরুটে অতিরিক্ত যানবাহন পারাপার সমস্যার সৃষ্টি হচ্ছে। এ অবস্থায় অতিরিক্ত যানবাহন পারাপারে হিমশিম খাচ্ছে কর্র্তৃপক্ষ। যাত্রী পরিবহন, অ্যাম্বুলেন্স সহ জরুরি কাজে নিয়োজিত যানবাহন অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হলেও পারের অপেক্ষায় রয়েছে কয়েকশত ট্রাক। ট্রাক চালকরা জানান, ট্রাকের চাপ বৃদ্ধি পেলে আমাদের জিম্মি করে অতিরিক্ত টাকা আদায় করা হয়। অতিরিক্ত  টাকা না দিলে ঘাটে কয়েকদিন অপেক্ষা করতে হয়। গতকাল শুক্রবার সরেজমিনে দৌলতদিয়া ঘাট এলাকায় দেখা যায়, দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করেও যানবাহনের চালকরা ফেরীর দেখা পাচ্ছেন না। তবে ঘাট কর্তৃপক্ষ বলছে, ফেরী ডুবে যাওয়ার ঘটনায় কোন প্রভাব পড়েনি ফেরী চলাচলে, স্বাভাবিকই রয়েছে ফেরী চলাচল। ঘাট থেকে কিছু দূরে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে আটকে থাকা একটি কাভার্ড ভ্যানের চালক চঞ্চল সরদার বলেন, যশোর থেকে ছেড়ে আসার পর গতকাল সন্ধ্যায় গোয়ালন্দ মোড়ে পৌঁছে সারা রাত সিরিয়ালে আটকে আছি। সকাল ৮টার দিকে ঘাটের উদ্দেশ্যে রওনা হলেও এখনও ঘাট পর্যন্ত পৌঁছাতে পারিনি। জানি না কখন ফেরীর নাগাল পাবো। ফরিদপুর থেকে ছেড়ে আসা একটি বাসের চালক আমিনুল ইসলাম বলেন, ফেরী ঘাট এলাকায় বাস, ট্রাক ও কাভার্ড ভ্যান আটকে রয়েছে। তবে পুলিশ অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস পার করায় আমাদের ভোগান্তি কম হচ্ছে। কিন্তু একটি ফেরী ডুবে যাওয়ার কারণে আমাদের মধ্যে কিছুটা আতংকের  সৃষ্টি হয়েছে। এ রুটের ফেরীগুলো অনেক পুরাতন। এগুলো সরিয়ে এ রুটে নতুন ফেরী দেয়ার দাবী জানাচ্ছি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মোঃ শিহাব উদ্দিন জানান, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৮টি ফেরী চলাচল করছে। ঘাট এলাকায় যাতে যানজট না থাকে সে ব্যাপারে আমরা সচেষ্ট রয়েছি।

সর্বশেষ খবর