গ্লাসগো জলবায়ু সম্মেলনে যোগদানের মধ্য দিয়ে আন্তর্জাতিক মুরুব্বির আসনে পুনরায় অধিষ্ঠিত হওয়ার চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অথচ নিজ দেশের ৭১ শতাংশ মানুষই বাইডেনের কাজকর্মে সন্তোষ প্রকাশ করেননি। সরাসরি তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ভুলপথে চলছে। এনবিসি নিউজের এক জরিপের ফলাফল প্রকাশ পায় রবিবার। বাইডেনের ওপর আস্থা রয়েছে মাত্র ৪২ শতাংশ আমেরিকানের। পক্ষান্তরে আস্থা হারিয়ে ফেলার কথা বলেছেন ৫৪ শতাংশ। প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর এটাই জো বাইডেনের জনপ্রিয়তা ধসের প্রথম তথ্য। তবে বাইডেনের সমর্থক ভোটারের ৪৫ শতাংশ এখনো তার কর্মকাে আস্থা রাখেন। আর অনাস্থার হার এ শ্রেণির ভোটারের ৫২ শতাংশ। সম্প্রতি এনবিসি নিউজের কয়েকটি জরিপেই বাইডেনের প্রতি আমেরিকানদের আস্থা নষ্ট হওয়ার তথ্য উঠে এসেছে। আগস্টের জরিপে ৪৯ শতাংশ বাইডেনের কর্মকাে র অনুমোদন দেয়। ৪৮ শতাংশ দিয়েছিল আনাস্থা। এপ্রিলের জরিপে ৫৩ শতাংশের অনুমোদন থাকলেও অনাস্থা ছিল ৩৯ শতাংশের। সবশেষ জরিপে অবশ্য করোনা মহামারী মোকাবিলায় বাইডেনের পদক্ষেপের প্রশংসা করেছেন ৫১ শতাংশ আমেরিকান। এপ্রিলের জরিপে তা ছিল ৬৯ শতাংশ। অপরদিকে, সর্বশেষ জরিপে অংশগ্রহণকারীদের ৪৭ শতাংশ বলেছেন, করোনা মোকাবিলায় বাইডেনের কাজকর্মে তারা সন্তুষ্ট নন। অর্থনৈতিক ব্যবস্থাপনা সম্পর্কিত প্রশ্নের জবাবে ৪০ শতাংশ সন্তোষ প্রকাশ করলেও ৫৭ শতাংশ বলেছেন, বাইডেন ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। জরিপে অংশগ্রহণকারীদের ২২ শতাংশ বলেছেন, বাইডেনের নেতৃত্বে যুক্তরাষ্ট্র সঠিক ট্র্যাকেই রয়েছে। ভুল পথে চলছে বলেছেন ৭১ শতাংশ। ৭১ শতাংশের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক ডেমোক্র্যাটও রয়েছেন বলে জরিপ পরিচালনাকারীরা উল্লেখ করেছেন। যুক্তরাষ্ট্রের পাবলিক ওপিনিয়ন স্ট্র্যাটেজিস বিল ম্যাকিনটায় এ প্রসঙ্গে বলেন, যখন ৭১ শতাংশ মানুষ ভাবেন যে ভুল পথে চলছে আমেরিকা, তখন বুঝতে হবে বাইডেনের জনপ্রিয়তা তলানিতে গেছে। হার্ট রিসার্চ অ্যাসোসিয়েটসের ডেমোক্র্যাট সমর্থক জেফ হোরউইট বলেন, এপ্রিল থেকেই বাইডেনের জনপ্রিয়তা কমতে শুরু করেছে। অভিবাসন সমস্যার সমাধান, অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর কার্যক্রমে দুর্বল নেতৃত্বের প্রকাশ ঘটিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। যে প্রত্যাশায় গত নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করেছেন আমেরিকানরা, তা পূরণের পথে ডেমোক্র্যাটরা দৃঢ়তা নিয়ে এগোচ্ছে বলে জরিপে অংশগ্রহণকারীদের সিংহভাগই মনে করেননি।
শিরোনাম
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
- আলোচনা ছাড়া কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল
- বলিভিয়ায় বাল্যবিবাহ বন্ধে আইন পাস
- বিদ্যালয়ে ঘুষকাণ্ড: অফিস সহায়ককে বের করে দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
- ২০২৬ সালের অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর
- বগুড়ায় খাবার অযোগ্য বিট লবণ জব্দ, লাখ টাকা জরিমানা
অষ্টম কলাম
আমেরিকা ভুল পথে, বাইডেনের কাজে অসন্তোষ
লাবলু আনসার, যুক্তরাষ্ট্র
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর