যুক্তরাষ্ট্রে এই প্রথম কোনো সিটির মেয়র হতে চলেছেন এক বাংলাদেশি-আমেরিকান। পেনসিলভেনিয়া স্টেটের আপার ডারবি সংলগ্ন মেলবোর্ন বরোর মেয়র হিসেবে জানুয়ারিতে অভিষিক্ত হবেন চট্টগ্রামের সন্তান মাহবুবুল তৈয়ব। ২ নভেম্বর ভোট গ্রহণের পর জানা গেছে নিকটতম প্রতিদ্ধন্ধী নুরুল হাসানের চেয়ে তিনি ২৯ ভোটে এগিয়ে রয়েছেন। ডাকযোগে আসা ব্যালট গণনা এখনো শেষ হয়নি। তবে তৈয়ব দৃঢ়তার সঙ্গে ৯ নভেম্বর উল্লেখ করেছেন যে বিজয় মুকুট তারই ভাগ্যে জুটবে। এ বিজয় ঠেকিয়ে রাখা সম্ভব হবে না। একই সিটির তিনজন কাউন্সিলম্যান হিসেবে জয়ী হন বাংলাদেশি-আমেরিকান মোহাম্মদ মুনছুর আলী মিঠু, মোশারফ হোসেন ও আলাউদ্দিন পাটোয়ারী। এ ছাড়া ট্যাক্স কালেক্টর পদে নির্বাচিত হয়েছেন সাজ্জাদ মোহাম্মদ নামক আরেক প্রবাসী। অর্থাৎ পুরো সিটির নেতৃত্বে প্রবাসীরা। আমেরিকান স্বপ্ন পূরণের পথে মূলধারায় জোরালো সম্পর্ক রচনায় এ এক অনন্য উদাহরণ হিসেবে দেখছেন ফিলাডেলফিয়া সিটির সাবেক ডেপুটি মেয়র এবং প্রেসিডেন্ট বারাক ওবামার উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ড. নীনা আহমেদ। ড. নীনা এবং কমিউনিটি লিডার ডা. ইবরুল চৌধুরী পৃথকভাবে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন বিজয়ীদের। উল্লেখ্য, একই নির্বাচনে ইতিহাস রচনা করে বিজয়ী হয়েছেন নিউইয়র্ক সিটিতে কাউন্সিলওম্যান হিসেবে শাহানা হানিফ এবং বিনা প্রতিদ্ধন্ধিতায় বীর মুক্তিযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত লেখক ড. নুরুন্নবী পঞ্চমবারের মতো নিউজার্সির প্লেইন্সবরোর কাউন্সিলম্যান হিসেবে বিজয়ী হয়েছেন। তবে সবকিছুকে ছাপিয়ে যাচ্ছে মাহাবুবুল তৈয়ব মেয়র হিসেবে জয়ী হওয়ায়। তিনিই হবেন প্রথম কোনো বাংলাদেশি-আমেরিকান, যিনি মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন। তৈয়ব বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘নির্বাচনী এলাকার মানুষের সামগ্রিক কল্যাণের অভিপ্রায়ে কাজ করব ইনশা আল্লাহ। এ জন্য সবার আন্তরিক সহায়তা চাই।’
শিরোনাম
- অগণতান্ত্রিক শক্তির বিষয়ে সজাগ থাকার আহ্বান যুবদল সভাপতির
- মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত : র্যাব
- ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে বলেন বিমানে বোমা আছে: র্যাব
- নদীর এই বাঁধ দিয়ে বন্যা ঠেকানো সম্ভব নয় : দুর্যোগ উপদেষ্টা
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে
- সিরিয়ার বিস্তীর্ণ কৃষিজমিতে আগুন ধরিয়ে দিল ইসরায়েলি বাহিনী
- মার্কিন নাগরিককে পিটিয়ে হত্যা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের
- পাশবিক এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে : আসিফ নজরুল
- গাজাকে শিশুদের কবরস্থান বানাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ
- ইসরায়েলের ড্রোন হামলায় লেবাননে হতাহত ৬
- গাজায় ত্রাণ নিতে গিয়ে দুই মাসে নিহত ৭৯৮ ফিলিস্তিনি
- হাসিনাকন্যা পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১২ জুলাই)
- জাতীয়তাবাদের উদ্বিগ্ন হৃদয়
- রেকর্ড বইয়ের পাতায় ইংল্যান্ডের স্মিথ
- বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস-বর্বরতার কোনো সম্পর্ক নেই : মির্জা ফখরুল
- রাজধানীর মিরপুর থেকে ৫০টি দেশীয় বন্যপ্রাণী উদ্ধার
- ভিন্নমত থাকবে, কিন্তু অপরের মতকে সম্মান করতে হবে : আমীর খসরু
- ভারতের হয়ে যে রেকর্ড এখন শুধুই বুমরাহর
তিন কাউন্সিলম্যানও বাংলাদেশি
যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি মেয়র হচ্ছেন তৈয়ব
লাবলু আনসার, যুক্তরাষ্ট্র
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর