স্বভাবতই সপ্তাহের প্রথম কার্যদিবসে রাজধানীর সড়কে গাড়ির প্রচ- চাপ থাকে। এ ছাড়া এসএসসি ও সমমানের পরীক্ষা এবং বৃষ্টির কারণে গতকাল সকাল থেকেই রাজধানীতে ছিল তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়েন নগরবাসী। পরীক্ষার কারণে সকাল থেকে রাজধানীর মিরপুর, কল্যাণপুর, শ্যামলী, ধানমন্ডি, নিউমার্কেট, ফার্মগেট, মতিঝিল, মগবাজার, শাহবাগ এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ জন্য অনেক শিক্ষার্থীকে বিপাকে পড়তে হয়েছে। সকাল থেকে শুরু হওয়া এ যানজট নগরীর অনেক স্থানে রাত পর্যন্ত অব্যাহত ছিল। সংশ্লিষ্টরা জানান, বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞানের পরীক্ষার মধ্য দিয়ে গতকাল শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। দুই শিফটে হচ্ছে পরীক্ষা। রাজধানীর প্রতিটি পরীক্ষা কেন্দ্রের সামনে ভিড় করেছেন অভিভাবকরা। এর জের পড়ছে সড়কগুলোতে। সৃষ্টি হয়েছিল তীব্র যানজট। পরীক্ষা কেন্দ্রের ভিতরে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানা হলেও বাইরে তা সম্ভব হয়নি অভিভাবকদের ভিড়ের কারণে। এর মধ্যে কয়েক দফার বৃষ্টি সেই যানজটের তীব্রতা আরও বাড়িয়ে দেয়। মগবাজার মোড়ে দাঁড়িয়ে থাকা একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা আশফাক হোসেন বলেন, ‘আমার ছেলে মিতুল হোসেন ওয়ারলেস মোড়ের নজরুল শিক্ষালয়ে পড়ে। ওর আসন এখানে পড়েছে। পরীক্ষা শেষ হওয়ার পরপরই প্রচ- ভিড় হয়েছে। স্কুলটি রাস্তার পাশেই। অভিভাবকরা যে ঠিকভাবে দাঁড়াবে এই জায়গাটুকুও নেই। বাধ্য হয়ে রাস্তায় দাঁড়িয়েছি। তাই যানজটের সৃষ্টি হয়েছে।’ মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সামনে থাকা অভিভাবক রাকিবুল ইসলাম জানান, ‘এমনিতেই রবিবার প্রচ- যানজট থাকে। আজ আবার এসএসসির প্রথম পরীক্ষা। সবাই সন্তানের প্রথম পরীক্ষায় কেন্দ্রের এসেছেন। এর মধ্যে দফায় দফায় বৃষ্টি হচ্ছে। সবকিছু মিলিয়ে প্রচ- যানজট দেখা দিয়েছে।’ রাস্তায় যানজটের বিষয়ে আরিফুল ইসলাম জানান, সকাল ১০টার দিকে মিরপুর-১ নম্বর থেকে আজিমপুরের উদ্দেশে বাসে ওঠেন তিনি। প্রতিদিনই তিনি এই রুটে বাসে যাতায়াত করেন। মিরপুর-১ থেকে টেকনিক্যাল পর্যন্ত আসতেই লেগে গেছে ১ ঘণ্টার মতো। এত সময় এর আগে কখনো লাগেনি। পরে আজিমপুরে প্রায় আড়াই ঘণ্টা পর পৌঁছান তিনি। সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ট্রাফিক পুলিশের দায়িত্বে থাকা সিদ্দিকুর রহমান বলেন, এসএসসি পরীক্ষা থাকায় সকাল থেকেই যানজট লেগে আছে। নিয়ন্ত্রণ করতে খুব হিমশিম খেতে হচ্ছে। সাধারণত প্রতি বছর ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক (এসএসসি) পরীক্ষা শুরু হলেও এ বছর করোনার কারণে এই পাবলিক পরীক্ষা নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে নেওয়ার ঘোষণা দেয় সরকার। দীর্ঘ অপেক্ষা শেষে গতকাল শুরু হয়েছে ২০২১ সালের এসএসসি ও সমমান পরীক্ষা। এবার পরীক্ষায় বসার কথা ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন শিক্ষার্থীর। গত বছর এই সংখ্যা ছিল ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯। সে হিসাবে পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১ লাখ ৭৯ হাজার ৩৩৪ জন। প্রতিদিন দুই শিফটে (সকাল-বিকাল) এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। শেষ হবে আগামী ২৩ নভেম্বর। শিক্ষা বোর্ডের নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। যদি যৌক্তিক কারণে কারও দেরি হয়, সে ক্ষেত্রে পরীক্ষার্থীর নাম, রোল নম্বর, প্রবেশের সময় ও বিলম্ব হওয়ার কারণ রেজিস্টার খাতায় লিখে প্রবেশ করতে হবে। এদিকে আগের দিন থেকেই বৃষ্টি শুরু হয়েছে। গতকাল সারা দিনই ছিল থেমে থেমে বৃষ্টি। এ বৃষ্টিও যানজট ও নগরবাসীর ভোগান্তির অন্যতম কারণ ছিল।
শিরোনাম
- অগণতান্ত্রিক শক্তির বিষয়ে সজাগ থাকার আহ্বান যুবদল সভাপতির
- মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত : র্যাব
- ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে বলেন বিমানে বোমা আছে: র্যাব
- নদীর এই বাঁধ দিয়ে বন্যা ঠেকানো সম্ভব নয় : দুর্যোগ উপদেষ্টা
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে
- সিরিয়ার বিস্তীর্ণ কৃষিজমিতে আগুন ধরিয়ে দিল ইসরায়েলি বাহিনী
- মার্কিন নাগরিককে পিটিয়ে হত্যা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের
- পাশবিক এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে : আসিফ নজরুল
- গাজাকে শিশুদের কবরস্থান বানাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ
- ইসরায়েলের ড্রোন হামলায় লেবাননে হতাহত ৬
- গাজায় ত্রাণ নিতে গিয়ে দুই মাসে নিহত ৭৯৮ ফিলিস্তিনি
- হাসিনাকন্যা পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১২ জুলাই)
- জাতীয়তাবাদের উদ্বিগ্ন হৃদয়
- রেকর্ড বইয়ের পাতায় ইংল্যান্ডের স্মিথ
- বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস-বর্বরতার কোনো সম্পর্ক নেই : মির্জা ফখরুল
- রাজধানীর মিরপুর থেকে ৫০টি দেশীয় বন্যপ্রাণী উদ্ধার
- ভিন্নমত থাকবে, কিন্তু অপরের মতকে সম্মান করতে হবে : আমীর খসরু
- ভারতের হয়ে যে রেকর্ড এখন শুধুই বুমরাহর
ব্যাপক যানজটে ভোগান্তি
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর