বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

অনিয়ম করা বিশ্ববিদ্যালয় পলিটিক্যাল প্রটেকশন পায়

-অধ্যাপক আবদুল মান্নান

অনিয়ম করা বিশ্ববিদ্যালয় পলিটিক্যাল প্রটেকশন পায়

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেছেন, যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় নানা অনিয়ম করে, তারা পলিটিক্যাল প্রটেকশন বা রাজনৈতিক প্রশ্রয় পায়। এভাবে অনিয়ম করেও পার পেয়ে যায় তারা। দায়িত্ব পালন করতে গিয়ে অতীতে দেখেছি, কোনো বিশ্ববিদ্যালয় অনিয়ম করলে সেটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি, কিন্তু সেই চিঠি মন্ত্রণালয়ে গিয়ে হারিয়ে গেছে। পরে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এই শিক্ষাবিদ বলেন, প্রতিবছর শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসিতে বিশ্ববিদ্যালয়গুলোর অডিট হিসাব জমা দেওয়ার কথা থাকলেও অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় এ হিসাব জমা দেয় না। এমনও বিশ্ববিদ্যালয় রয়েছে যারা প্রতিষ্ঠার পর কোনো দিন অডিট রিপোর্ট জমা দেয়নি। অনুমোদন ছাড়াও অনেকে কোর্স পরিচালনা করে। ভিসি, প্রো-ভিসি, ট্রেজারার না থাকলে বেতন-ভাতাও দিতে হয় না, তাদের খরচও কম হয়। এগুলোতে অনিয়মও বেশি হয়। অধ্যাপক পদে নিয়োগ না দিয়ে কম বেতনে বেশি প্রভাষক নিয়োগ দেয় এই বিশ্ববিদ্যালয়গুলো। এতে শিক্ষার মান খুব নিম্নগামী হয়। শিক্ষার মান বজায় রাখতে চাইলে যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক নিয়োগ দেওয়ার কোনো বিকল্প নেই। অধ্যাপক আবদুল মান্নান বলেন, অনিয়ম করা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইউজিসিকে সব ধরনের ক্ষমতা দিতে হবে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, ইউজিসির এক্ষেত্রে তেমন কোনো সক্ষমতা নেই। এর আগে কমিশনের সক্ষমতা বাড়াতে একটি আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছিল সরকার। কিন্তু দেখা গেল শিক্ষাবিদদের বাদ দিয়ে সেটি আমলা পুনর্বাসন কেন্দ্র করার একটি পরিকল্পনা। পরে প্রধানমন্ত্রীকে অবহিত করে সেই প্রক্রিয়া বন্ধ করেছিলাম। তিনি বলেন, দেশের উচ্চশিক্ষায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর অবদান অবশ্যই আছে। কিন্তু কিছু বিশ্ববিদ্যালয় আইন-কানুনের কোনো তোয়াক্কা করে না।

সর্বশেষ খবর