শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

খাদ্য গ্রহণের পরিমাণ কমে যাচ্ছে খালেদা জিয়ার

নিজস্ব প্রতিবেদক

কোনো উন্নতি হচ্ছে না লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। বরং প্রতিদিনই তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। পর্যায়ক্রমে কমে যাচ্ছে তরল খাবার গ্রহণের পরিমাণও। প্রতিটি মুহূর্তই সংকটময় অবস্থায় কাটছে সাবেক এ প্রধানমন্ত্রীর। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত রাতে বাংলাদেশ প্রতিদিনকে এ কথা জানান। তিনি বলেন, চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন তাঁর পরিপাকতন্ত্রের রক্তক্ষরণ বন্ধ রাখার। যাতে চরম অবনতি না হয় সে চেষ্টাও করে যাচ্ছেন তারা। এ চিকিৎসায় তাঁর সুস্থ হওয়ার সম্ভাবনা নেই বলেও উল্লেখ করেছেন চিকিৎসকরা। তারা বলেছেন, বিদেশে উন্নত কোনো হেলথ সেন্টারে নিয়ে ‘টিপস’ পদ্ধতিতে লিভারের চিকিৎসা করাটাই এখন তাঁর সর্বশেষ চিকিৎসা। কিন্তু সেই সুযোগ সরকার দিচ্ছে না। চিকিৎসকরা আরও জানান, দু-এক দিন পরপরই পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ হচ্ছে। রক্তক্ষরণ শুরুর সঙ্গে সঙ্গেই সেলাইনের সঙ্গে ইনজেকশন দিচ্ছেন তারা। তবে বাড়তি কোনো অক্সিজেন লাগছে না তাঁর। চিকিৎসকরা দিনরাত সর্বক্ষণই এখন ‘ক্লোজ মনিটর’ করছেন। যখন যা করা দরকার তা-ই করছেন। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন গত রাতে এভারকেয়ার হাসপাতাল থেকে বাংলাদেশ প্রতিদিনকে একই তথ্য জানিয়ে বলেন, বর্তমান চিকিৎসায় খালেদা জিয়ার সুস্থ হয়ে ওঠার কোনো সুযোগ নেই। বরং তাঁর শারীরিক অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। আসলে তাঁকে বাঁচাতে হলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই।

সর্বশেষ খবর