কোনো উন্নতি হচ্ছে না লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। বরং প্রতিদিনই তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। পর্যায়ক্রমে কমে যাচ্ছে তরল খাবার গ্রহণের পরিমাণও। প্রতিটি মুহূর্তই সংকটময় অবস্থায় কাটছে সাবেক এ প্রধানমন্ত্রীর। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত রাতে বাংলাদেশ প্রতিদিনকে এ কথা জানান। তিনি বলেন, চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন তাঁর পরিপাকতন্ত্রের রক্তক্ষরণ বন্ধ রাখার। যাতে চরম অবনতি না হয় সে চেষ্টাও করে যাচ্ছেন তারা। এ চিকিৎসায় তাঁর সুস্থ হওয়ার সম্ভাবনা নেই বলেও উল্লেখ করেছেন চিকিৎসকরা। তারা বলেছেন, বিদেশে উন্নত কোনো হেলথ সেন্টারে নিয়ে ‘টিপস’ পদ্ধতিতে লিভারের চিকিৎসা করাটাই এখন তাঁর সর্বশেষ চিকিৎসা। কিন্তু সেই সুযোগ সরকার দিচ্ছে না। চিকিৎসকরা আরও জানান, দু-এক দিন পরপরই পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ হচ্ছে। রক্তক্ষরণ শুরুর সঙ্গে সঙ্গেই সেলাইনের সঙ্গে ইনজেকশন দিচ্ছেন তারা। তবে বাড়তি কোনো অক্সিজেন লাগছে না তাঁর। চিকিৎসকরা দিনরাত সর্বক্ষণই এখন ‘ক্লোজ মনিটর’ করছেন। যখন যা করা দরকার তা-ই করছেন। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন গত রাতে এভারকেয়ার হাসপাতাল থেকে বাংলাদেশ প্রতিদিনকে একই তথ্য জানিয়ে বলেন, বর্তমান চিকিৎসায় খালেদা জিয়ার সুস্থ হয়ে ওঠার কোনো সুযোগ নেই। বরং তাঁর শারীরিক অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। আসলে তাঁকে বাঁচাতে হলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই।
শিরোনাম
- মক্কা-মদিনা রুটে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত অন্তত ৪২ ভারতীয় ওমরাহযাত্রী
- মামলা নিয়ে মুখ খুললেন মেহজাবীন
- লুটের টাকায় ককটেল কিনে আওয়ামী লীগের নাশকতা : রিজভী
- শাকসুর প্রার্থী হতে লাগবে ডোপ টেস্ট
- এজলাসে পৌঁছেছেন প্রসিকিউশন টিম ও আসামিপক্ষের আইনজীবী
- পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রস্তুত: পরিবেশ উপদেষ্টা
- ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা নিয়ে জাতিসংঘে ভোটাভুটি আজ
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- মেহেরপুর–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ
- যে কারণে আপিল করতে পারবেন না হাসিনা
- শাহবাগের ছবির হাটে ককটেল বিস্ফোরণ
- শাটডাউন ঠেকাতে কঠোর অবস্থানে প্রশাসন, নারায়ণগঞ্জে গ্রেপ্তার ১৫
- হাজার বার ফাঁসি দিলেও হাসিনার জন্য তা কম হবে: স্নিগ্ধ
- নারায়ণগঞ্জে সড়কে থামিয়ে রাখা বাসে আগুন
- শিবচরে মহাসড়কে বিএনপির অবস্থান কর্মসূচি
- ভাঙ্গায় মহাসড়কে কঠোর নজরদারি, আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার
- ‘কোনো নিরাপত্তা ঝুঁকি নেই’
- ভিয়েতনামে ভূমিধসে চলন্ত বাসের ৬ যাত্রী নিহত, আহত ১৯
- হালান্ডের জোড়া গোলে নরওয়ের দীর্ঘ ২৭ বছরের অপেক্ষার অবসান
- সেঞ্চুরি করে দলকে জিতিয়ে ছিটকে যাওয়ার শঙ্কায় মিচেল
খাদ্য গ্রহণের পরিমাণ কমে যাচ্ছে খালেদা জিয়ার
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর