রবিবার, ১৬ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

শাবিতে আন্দোলনরত ছাত্রীদের ওপর ছাত্রলীগের হামলা

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রী হলের প্রভোস্ট কমিটির পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। এতে ১০-১৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। গতকাল সন্ধ্যার পরে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর এলাকায় এ হামলা চালানো হয় বলে আন্দোলনরতরা জানান। গত দুই দিন ধরে প্রভোস্ট কমিটির পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা গতকাল সন্ধ্যা ৭টা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছিলেন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেই আল্টিমেটাম বাস্তবায়নে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে বিকাল ৫টা থেকে অবস্থান করেন। সেই সঙ্গে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক ‘এক কিলো’ অবরোধ করেন। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের আশপাশে ছাত্রলীগ কর্মীরাও জড়ো হতে থাকেন। সন্ধ্যা  ৭টার দিকে প্রধান সড়কে দুটো অ্যাম্বুলেন্স  এলে আন্দোলনকারীরা তাদের পথ ছেড়ে যেতে দেয়। এ সময় একটি অ্যাম্বুলেন্সের পিছনে ছাত্রলীগের নেতা-কর্মীরা আন্দোলনকারীদের মধ্যে ঢুকে পড়ে। তৎক্ষণাৎ আন্দোলনরত ছাত্রীদের সঙ্গে ছাত্রলীগ কর্মীদের ধাক্কাধাক্কি হয়। ধাক্কাধাক্কির এক পর্যায়ে আন্দোলন সমর্থন করা কিছু শিক্ষার্থীকে বেধড়ক পেটায় তারা। এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক জহীর উদ্দিন আহমেদ ও প্রক্টর আলমগীর কবীর উপস্থিত ছিলেন। আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান, সুমন সরকার, শফিউল হক রাব্বি, রিশাদ ঠাকুর, রাহিকসহ ২০/৩০ জন নেতা-কর্মী এ হামলা চালায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রলীগ নেতা বলেন, আমরা একটা অ্যাম্বুলেন্সকে পথ করে দিতে গেলে তারা বাধা দেয়। তখন এ নিয়ে আমাদের সঙ্গে একটু হাতাহাতি হয়। প্রক্টর আলমগীর কবির বলেন, একটি অ্যাম্বুলেন্সকে পথ করে দিতে সেখানে কয়েকজন শিক্ষার্থী যান। আন্দোলনরত শিক্ষার্থীরা অ্যাম্বুলেন্স যেতে বাধা দিলে একটু হাতাহাতি হয়। রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী  প্রভোস্টের দুর্ব্যবহারের জন্য পুরো প্রভোস্ট কমিটির পদত্যাগ ও নতুন প্রভোস্টের দাবিতে গোলচত্বর অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন।

 

সর্বশেষ খবর