বৃহস্পতিবার, ২০ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা
নির্বাচনী সহিংসতা

হবিগঞ্জে একজন নিহত, বগুড়ায় নৌকার কার্যালয়ে আগুন

নিজস্ব প্রতিবেদক

ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে সংঘাত-সহিংসতা চলছে। হবিগঞ্জের বাহুবলে ইউনিয়ন নির্বাচনের গণসংযোগে দুর্বৃত্তদের হামলায় আল আমিন নামের এক যুবক নিহত হয়েছেন। এ ছাড়া বগুড়ার সারিয়াকান্দিতে নৌকা মার্কার নির্বাচনী কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। ময়মনসিংহের ফুলপুরে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর : হবিগঞ্জের বাহুবলে ইউনিয়ন নির্বাচনের গণসংযোগে দুর্বৃত্তদের হামলায় আল আমিন নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে সদর ইউনিয়নের রাজাপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত আল আমিন সদর ইউনিয়নের মিঠাপুর গ্রামের ছায়েদ আলীর ছেলে। গতকাল দুবাই যাওয়ার জন্য ফিঙ্গার দিতে যাওয়ার কথা ছিল। ২৮ জানুয়ারি তার ফ্লাইট ছিল। স্থানীয়রা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় সদর ইউনিয়নের রাজাপুর গ্রামে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আজমল হোসেন চৌধুরীর ঘোড়া প্রতীকের সমর্থনে গণসংযোগ চলছিল। এ সময় আল আমিনকে কে বা কারা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী বলেন, নিহত আল আমিন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ঘোড়া প্রতীকের একনিষ্ঠ কর্মী ছিলেন। বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। বগুড়ার সারিয়াকান্দিতে নৌকা মার্কার নির্বাচনী কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। আগুনে চেয়ার-টেবিল পুড়ে যায়। জানা গেছে, মঙ্গলবার রাত ৮টায় সারিয়াকান্দি সদর ইউনিয়নের পারতিতপরল উত্তরপাড়ার নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী সাহাম্মাত করিমের নির্বাচনী কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। ঘটনাস্থল সারিয়াকান্দি থানা পুলিশ পরিদর্শন করে। এ ঘটনায় দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগ নেতা-কর্মীরা।

বীর মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুস জানান, রাত আনুমানিক ৮টার দিকে নৌকার নির্বাচনী কার্যালয়ে আগুন লাগার খবর পেয়ে আমরা দৌড়ে এসে দেখি আগুন দাউ দাউ করে জ্বলছে। তারপর তড়িঘড়ি পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলা হয়। বগুড়ার সারিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক ওসি তদন্ত লাল মিয়া বলেন, এ বিষয়ে সদর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আবদুল আলিম বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন। ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৯ নম্বর বালিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী দেলোয়ার মোজাহীদ  সমর্থক ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান তালুকদারের (চশমা)  সমর্থকদের মাঝে নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১১টার দিকে ওই ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের প্রায় ১৩ জন আহত হয়েছেন। নওগাঁর ধামইরহাটের খেলনা ইউনিয়ন পরিষদ নির্বাচনের দুটি কেন্দ্রে ভোট কারচুপির অভিযোগের তদন্ত শুরু করেছে নির্বাচন কমিশনের তদন্ত দল। বুধবার রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলামের নেতৃত্বে দুই সদস্যের তদন্ত দল কেন্দ্র দুটিতে ভোট গ্রহণকারী কর্মকর্তা, প্রার্থী ও প্রার্থীদের পোলিং এজেন্টদের সাক্ষাৎকার গ্রহণ করে।

সর্বশেষ খবর