বুধবার, ২৬ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

নিত্য যানজটে দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাট

♦ ঘন কুয়াশায় চলছে না ফেরি ♦ পারাপারের অপেক্ষায় ৩ শতাধিক যানবাহন

রাজবাড়ী প্রতিনিধি

নিত্য যানজটে দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাট

কুয়াশার কারণে ফেরি বন্ধ থাকায় রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে আটকা পড়ে শত শত যানবাহন -বাংলাদেশ প্রতিদিন

ঘন কুয়াশার কারণে তিন ঘণ্টা দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় ভোগান্তি সৃষ্টি হয়েছে। গতকাল সকাল ৬টায় পদ্মা নদীতে কুয়াশা বৃদ্ধি পেলে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ। তিন ঘণ্টা পর সোয়া ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচলের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার ফলে ফেরিঘাটের উভয় পাড়ে শত শত যানবাহন ফেরি পারের অপেক্ষায় থাকে। ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।

গতকাল দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় দেখা যায়, ফেরি বন্ধ থাকায় ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া প্রান্তে ফেরি পারের অপেক্ষায় রয়েছে তিন শতাধিক যানবাহন। যানবাহনগুলোর মধ্যে বেশির ভাগ পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান রয়েছে। ফেরিঘাটে আটকে পড়া ট্রাকচালক মো. রুহুল আমিন বলেন, কয়েকদিন ধরে ফেরিঘাটের অবস্থা মোটামুটি ভালো ছিল।

মঙ্গলবার ভোর থেকে কুয়াশার কারণে ফেরি বন্ধ থাকায় আমি ৬ ঘণ্টা ফেরিঘাটে আটকে রয়েছি। তিন ঘণ্টার ভোগান্তি কাটিয়ে উঠতে ঘাট কর্তৃপক্ষকে অনেক সময় লাগবে বলে জানান তিনি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো. জামাল হোসেন বলেন, তিন ঘণ্টার অধিক সময় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল। বর্তমানে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ১৬টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর