শিরোনাম
সোমবার, ৩১ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

ডোপ টেস্ট সনদ ছাড়া ড্রাইভিং লাইসেন্স নয়

কার্যকর হলো প্রধানমন্ত্রীর নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

ডোপ টেস্ট সনদ ছাড়া ড্রাইভিং লাইসেন্স নয়

পেশাদার মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্স গ্রহণ বা নবায়নের আবেদনপত্রের সঙ্গেই দিতে হবে ডোপ টেস্ট সনদ। গতকাল থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এর ফলে ২০২০ সালের ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চালকদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করার যে নির্দেশনা দিয়েছিলেন; তার বাস্তবায়ন হলো।

প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে গত ১৩ জানুয়ারি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল রাস্ট্রীয় এই সংস্থাটি। সেখানে ডোপ টেস্ট ছাড়া কোনো পেশাদার চালক আর লাইসেন্স পাবেন না বলে উল্লেখ করা হয়। এতে আরও বলা হয়, ডোপ টেস্ট রিপোর্ট/সনদ পজিটিভ হলে (মাদক সেবনের আলামত পাওয়া গেলে) বা এতে কোনো বিরূপ মন্তব্য থাকলে সেক্ষেত্রে পেশাদার ড্রাইভিং লাইসেন্স ইস্যু/নবায়ন করা হবে না। এই ডোপ টেস্ট সারা দেশে সব পর্যায়ের সরকারি হাসপাতালে এবং ঢাকা মহানগরীর ক্ষেত্রে ছয়টি প্রতিষ্ঠানে (ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) ও কুর্মিটোলা জেনারেল হাসপাতাল) করা যাবে। পেশাদার মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্স গ্রহণ, নবায়নকালে ডোপ টেস্ট করার জন্য বিআরটিএর সংশ্লিষ্ট সার্কেল অফিসে যোগাযোগ করার জন্যও বলা হয়েছিল বিজ্ঞপ্তিতে।

সর্বশেষ খবর