এ যেন ভারতের কুখ্যাত সিরিয়াল ধর্ষক সাইকো শঙ্কর বাংলা সংস্করণ! দক্ষিণ ভারতের ত্রাস সাইকো শঙ্কর ধর্ষণের পর নারীদের হত্যা করলেও ‘বাংলার শঙ্কর’র পৈশাচিকতা আরও বর্বর ও নির্মম। যে কিনা লাশ কাটার ঘরে ময়নাতদন্তের জন্য আসা নারীর লাশের ওপর চালাত বিকৃত যৌনাচার। অবশেষে লাশ কাটা ঘরের সিরিয়াল ধর্ষক মো. সেলিমকে গ্রেফতার করেছে চট্টগ্রাম পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে গ্রেফতার করা হয়। সিআইডি চট্টগ্রাম অঞ্চলের বিশেষ পুলিশ সুপার শাহ নেওয়াজ খালেদ বলেন, ‘৩২ বছর বয়সী এক নারী এবং ১২ বছর বয়সী লাশের শরীরের স্পর্শকাতর অঙ্গে অস্বাভাবিক দেখতে পেয়ে চমেক হাসপাতালের চিকিৎসকরা মৃতদেহের ‘এইচভিএস’ পরীক্ষার জন্য সিআইডিতে পাঠান। তাদের ‘এইচভিএস’ এ অভিন্ন পুরুষের বীর্য পেলে সিআইডি তদন্ত শুরু করে। তদন্তে লাশঘরের প্রহরী সেলিমের সন্ধান মেলে। পরে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সিএমপির পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।’ জানা যায়, ২০২১ সালের ৭ ফেব্রুয়ারি ৩২ বছর বয়সী এক নারীর লাশের ময়নাতদন্ত করতে চমেক হাসপাতালে আনা হয়। একই বছরের ২৫ এপ্রিল আনা হয় ১২ বছর বয়সী আরেক শিশুর। এ দুটি লাশের বলপ্রয়োগজনিত কোনো আঘাতের চিহ্ন কিংবা মৃত্যুর পূর্বে ধর্ষণের কোনো আলামত পাওয়া না গেলেও স্পর্শকাতর অঙ্গে পুরুষের বীর্যের উপস্থিতিতে চিকিৎসকদের সন্দেহ হয়। তখন তারা লাশ দুটির এইচভিএস পরীক্ষার জন্য ঢাকার সিআইডিতে পাঠায়। পরীক্ষায় লাশের শরীরে অভিন্ন পুরুষের বীর্যের উপস্থিতি পায়। ফেব্রুয়ারির শুরুতে ঘটনাটি তদন্তে নামে চট্টগ্রাম সিআইডি। তদন্তকালে সিআইডি জানতে পারে লাশ দুটির ময়নাতদন্তের আগে পাহারায় ছিলেন লাশঘরের অস্থায়ী প্রহরী সেলিম। পরে তাকে জিজ্ঞাসাবাদে বের হয়ে আসে নারীর লাশের ওপর চালানো যৌন নির্যাতনের নির্মম কাহিনি। সিআইডির একাধিক কর্মকর্তা বলেন, চমেক হাসপাতালের লাশঘরের অস্থায়ী প্রহরী হিসেবে ১৫ বছর ধরে কর্মরত আছেন সেলিম। ময়নাতদন্তের জন্য আসা কোনো নারীদের লাশের ওপর তার লুলুপ দৃষ্টি পড়লেই বিকৃত যৌনাচারের জন্য টার্গেট করত। এরপর নেশা করে লাশের শরীরের ওপর চালাত বিকৃত যৌনাচার। প্রাথমিকভাবে দুই নারীর লাশের ওপর যৌনাচারের কথা স্বীকার করলেও সিআইডি ধারণা করছে আরও নারীর লাশের ওপর অভিন্ন কায়দায় নির্যাতন চালানো হতে পারে। নারীর লাশের ওপর যৌন নির্যাতন ছাড়াও আরেক নারীকে ধর্ষণের অভিযোগে ২০১৭ সালে পাঁচলাইশ থানায় ধর্ষণের অভিযোগে আরেকটি মামলা দায়ের করা হয়েছে।
শিরোনাম
                        - লাকসামে বিদ্যালয়ের জমি দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
 - প্রাইমারিতে ‘শারীরিক শিক্ষা’ পদ পুনর্বহালের দাবি
 - কুবি পরিদর্শন করল জাইকা প্রতিনিধি দল
 - আকবরের নেতৃত্বে বাংলাদেশের দল ঘোষণা
 - মাদারীপুর-১ আসনে কামাল মোল্লার মনোনয়ন স্থগিত
 - সাবেক আইনমন্ত্রীর বান্ধবীর আয়কর নথি সিআইডিকে দেওয়ার নির্দেশ
 - বৈশ্বিক জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব বাড়াতে হবে : মৎস্য উপদেষ্টা
 - পেঁয়াজের কেজি ছাড়ালো ১০০ টাকা
 - জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় দুর্নীতি হয়েছে ২১১০ কোটি টাকা : টিআইবি
 - বিসিবিকে রুবেলের খোঁচা
 - জবি ছাত্র জোবায়েদ হত্যা মামলায় বর্ষার জামিন নামঞ্জুর
 - চোটে বিগ ব্যাশ থেকে ছিটকে গেলেন অশ্বিন
 - রংপুরে ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে খুলল নতুন দুয়ার
 - আসিয়ানে ‘সেক্টরাল ডায়ালগ পার্টনার’ হওয়ার আগ্রহ পুনর্ব্যক্ত বাংলাদেশের
 - জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন ওয়েবসাইট নিয়ে নির্দেশনা
 - সারা দেশে পুলিশের অভিযান, গ্রেফতার ১৬৪১
 - বিএনপির প্রার্থী ঘোষণার পরই বগুড়ায় আনন্দ-উৎসব
 - মিশরে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো ‘ইত্তেহাদ’ বার্ষিক অনুষ্ঠান ২০২৫
 - বাণিজ্য ও প্রতিরক্ষা খাতে তুরস্কের সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার
 - নোয়াখালীতে ট্রাক চাপায় সিএনজির চালকসহ ছয় জন নিহত