শিরোনাম
সোমবার, ২৮ মার্চ, ২০২২ ০০:০০ টা
মিতু হত্যা মামলা

ল্যাবে বাবুলের হাতের লেখা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মাহমুদা খানম মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আকতারের হাতের লেখার নমুনা পরীক্ষার জন্য সিআইডির ল্যাবে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বাবুলের নেওয়া তিন পৃষ্ঠার নমুনা লেখা আদালত পরীক্ষার জন্য সিআইডিতে পাঠায়। এর আগে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) আবেদনের পরিপ্রেক্ষিতে বাবুলের লেখার নমুনা সংগ্রহ করা হয়। মঙ্গলবার চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবদুল হালিমের খাস কামরায় তা সংগ্রহ করা হয়। আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালে কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে গায়ত্রী অমর সিংয়ের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন বাবুল। ওই সময় ‘তালিবান’ এবং ‘বেস্ট কেপ্ট সিক্রেট’ নামে দুটি বই বাবুলকে উপহার দেন গায়ত্রী। ওই বই দুটিতে দুজনের পরকীয়ার নানা তথ্য লিপিবদ্ধ করেছেন বাবুল। তাই বই দুটিকে মামলার গুরুত্বপূর্ণ আলামত হিসেবে মনে করছে তদন্ত-সংশ্লিষ্টরা। তা পরীক্ষার জন্য তিন পৃষ্ঠার নমুনা লেখা সংগ্রহ করে আদালত। বৃহস্পতিবার তা সিআইডিতে পাঠানো হয়।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৫ জুন নগরীর জিইসির মোড় এলাকায় ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার পথে খুন হন সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনায় বাবুল আক্তার বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। খুনের পাঁচ বছর পর পিবিআইর তদন্তে এ খুনের সঙ্গে বাবুল আকতারের সংশ্লিষ্টতা পাওয়ায় গ্রেফতার করা হয় তাকে। তিনি বর্তমানে কারাগারেই রয়েছেন।

সর্বশেষ খবর