বুধবার, ১১ মে, ২০২২ ০০:০০ টা

তিস্তার ২১ পয়েন্টে তীব্র ভাঙন

লালমনিরহাট প্রতিনিধি

তিস্তার ২১ পয়েন্টে তীব্র ভাঙন

তিস্তায় বিলীন হচ্ছে বসতভিটা -বাংলাদেশ প্রতিদিন

বর্ষা আসার আগেই লালমনিরহাটে তিস্তায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। ২১টি পয়েন্টে চলছে নদীর ভাঙন। নদীগর্ভে চলে যাচ্ছে আবাদি জমি, বসতভিটা, ফলের বাগান ও স্থাপনা। অনেকে ভাঙন থেকে ঘরবাড়ি রক্ষা করতে নিরাপদে সরিয়ে নিচ্ছেন এসব। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাতে হচ্ছে নদীপাড়ের অনেক মানুষকে। ভাঙনকবলিত মানুষের সরকারের কাছে একটাই দাবি- বাঁধ নির্মাণ করা হোক।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো)  জানায়, জেলার গোকুন্ডা, রাজুপর, খুনিয়াগাছ, মহিষখোচা, ডাউয়াবাড়ী এলাকায় ভেঙেই চলছে তিস্তা। হুমকির মুখে বন্যানিয়ন্ত্রণ বাঁধ। অসময়ের ভাঙনে দিশাহারা হয়ে পড়েছেন নদীপাড়ের মানুষ। বর্ষায় ভাঙন আরও প্রকট হবে- এ দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। অনেকেই ভাঙন থেকে রক্ষা পেতে বাড়িঘর সরিয়ে নিচ্ছেন নিরাপদ আশ্রয়ে। ঠাঁই হচ্ছে সরকারি রাস্তার ওপর অথবা অন্যের জমিতে। ভাঙনকবলিত মানুষ বলেন, ‘অসময়ে যেভাবে তিস্তা ভাঙছে, বর্ষা মৌসুম এলে যে কী অবস্থা হবে তা আল্লাহতালাই জানেন’। গোকুর আরমান বলেন, ‘এবার নিয়ে ১৩ বার তিস্তা আমার ঘরবাড়ি গিলে খেল। এখন কোথায় গিয়ে দাঁড়াবো তার কোনো কূলকিনারা খুঁজে পাচ্ছি না। সরকারি রাস্তার ধারই আমার ঠিকানা। আরমানের বাড়ি সোমবার রাতে তিস্তায় বিলীন হয়’।

অসময়ে তিস্তার ২১ পয়েন্টে ভাঙনের কথা স্বীকার করে পানি উন্নয়ন বোর্ডের লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান জানান, ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেসব এলাকা ঝুঁকিপূর্ণ সেখানে জিওব্যাগ ফেলা হচ্ছে।

সর্বশেষ খবর