রবিবার, ৩ জুলাই, ২০২২ ০০:০০ টা

ক্যাম্পাসে সৌন্দর্য বাড়াচ্ছে ল্যান্টানা

ইবি প্রতিনিধি

ক্যাম্পাসে সৌন্দর্য বাড়াচ্ছে ল্যান্টানা

‘ল্যান্টানা’ ভারবেনাস পরিবারভুক্ত একটি ফুলের প্রজাতি। এর উদ্ভিদতাত্ত্বিক নাম Lantana camara. এটি গুল্ম জাতীয় উদ্ভিদ, পাতা সরল, জালিকাবিন্যাস যুক্ত উদ্ভিদ। ফুলটি বাংলাদেশে ল্যান্টানা, ভারতে পুটুস ফুল নামে পরিচিত। এই ফুলের আদি নিবাস আমেরিকা হলেও এশিয়ায় বিশেষ করে বাংলাদেশ ও ভারতসহ সর্বত্র পাওয়া যায়। গাছটি বাগানের সৌন্দর্য বৃদ্ধির জন্য লাগিয়ে থাকেন বৃক্ষপ্রেমীরা। অযত্ন আর অবহেলায় বেড়ে ওঠা গাছটি শোভাবর্ধনকারী হিসেবেও পরিচিত। উদ্ভিদটির দেখা মেলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাদ্দাম হোসেন হলের ফুল বাগানে। সবুজের এক সমারোহ এই ছোট্ট বাগানের এক পাশে ল্যান্টানা বা পুটুস ফুল সৌন্দর্য বাড়াচ্ছে। যেন বাগানকে আলোকিত করে রেখেছে। এখানে এসে  সেলফি তুলে স্মৃতি করে রাখে অনেকে।

এ ফুলের ছত্রমঞ্জরি দেখতে খুবই সুন্দর। ফুলের ওপর বিভিন্ন রঙের বসে। ফুল আর প্রজাপতির রঙ মিলে ব্যতিক্রমী এক রঙের সৃষ্টি হয়। যখন ফুল হালকা হলুদ রঙের হয় তখন ফুলে পরাগায়ন হয়। পরাগায়নের পরেই মধুভাব শেষ হয়ে যায় এবং ফুলের রঙ বদলাতে থাকে। পথের পাশে আগাছা হিসেবে জন্মালেও আছে নানা ঔষধি গুণ রয়েছে ল্যান্টানার। ল্যান্টানার পাতায় অ্যান্টিমাইক্রোবিয়াল, ছত্রাকনাশক এবং কীটনাশক গুণ বিদ্যমান। এ ছাড়া ক্যান্সার, ত্বকের চুলকানি, কুষ্ঠরোগ, হাঁপানি, আলসারসহ বিভিন্ন রোগের চিকিৎসায় এটি ব্যবহৃত হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিঠুল মিয়া বলেন, ‘কয়েকটি রঙের সমন্বয়ে ফুলটি দেখতে বেশ চমৎকার। গাছটির কাছে গেলে এর সৌন্দর্য উপভোগ করা যায়।’

 

সর্বশেষ খবর