শুক্রবার, ২২ জুলাই, ২০২২ ০০:০০ টা

পুরান ঢাকায় ব্যাটারি রিকশার সংঘর্ষে ইডেনছাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকার লালবাগে ব্যাটারিচালিত রিকশার সংঘর্ষে ইডেন মহিলা কলেজের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। তার নাম উম্মে সালমা (২৪)। তিনি বাংলা বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। বুধবার রাত ৩টায় লালবাগের ইসলামবাগে দুর্ঘটনার শিকার হন ওই ছাত্রী।

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে গতকাল ভোর পৌনে ৫টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। ঢামেকে উম্মে সালমার চাচাতো ভাই মোহাম্মদ হাসান বলেন, আমরা সপরিবারে ঢাকা থেকে ঈদের ছুটিতে গ্রামের বাড়ি ভোলাতে যাই। বুধবার ঈদের ছুটি কাটিয়ে ভোলা থেকে লঞ্চে ঢাকায় রওনা হই। রাতে সদরঘাটের লঞ্চঘাটে নেমে ব্যাটারিচালিত রিকশাযোগে ইডেন কলেজের রাজিয়া বেগম ছাত্রীনিবাসে আসার পথে ইসলামবাগ মোড়ে আসামাত্র বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত রিকশা সজোরে আমাদের রিকশাকে মুখোমুখি ধাক্কা মারে। এতে আমার বোন ও আমি রিকশা থেকে ছিটকে পড়ি। এ সময় ল্যাম্পপোস্টে ধাক্কা লেগে আমার বোন  মাথায় গুরুতর আঘাত পায়। ঘটনার পর রিকশা দুটি কোথায় যায় তা আর বলতে পারি না। জানা গেছে, তাদের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার ইসলামপুর গ্রামে। বাবার নাম গোলাম কিবরিয়া। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, লালবাগে ব্যাটারিচালিত দুই রিকশার মুখোমুখি সংঘর্ষে ইডেনের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বিষয়টি লালবাগ থানাকে অবগত করা হয়েছে।

 

সর্বশেষ খবর