শুক্রবার, ২২ জুলাই, ২০২২ ০০:০০ টা

ধর্মীয় সম্প্রীতি বাড়াতে ২৫ কোটি টাকার প্রচারণা চুক্তি

নিজস্ব প্রতিবেদক

জনগণের মধ্যে ধর্মীয় সম্প্রীতি-সচেতনতা বাড়াতে প্রচারণা চালাবে সরকার। ‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ’ প্রকল্পের আওতায় মিডিয়া প্রতিষ্ঠান ‘বাংলাঢোল লিমিটেড’ ও আইসিটি পরামর্শক প্রতিষ্ঠান ‘রিভ সিস্টেম লিমিটেড’ এ প্রচারণা চালাবে। এতে ব্যয় হবে ২৫ কোটি টাকা। এরই মধ্যে এ বিষয়ে দুই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে ধর্ম মন্ত্রণালয়। গতকাল সচিবালয়ে এ চুক্তি সই হয়েছে। চুক্তিতে স্বাক্ষর করেন প্রকল্প পরিচালক আবদুল্লা আল শাহীন, বাংলাঢোলের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক ও রিভ সিস্টেমের যৌথ উদ্যোগ অংশীদার অ্যাডি সফট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাকিব রাব্বানি। এ সময় ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান উপস্থিত ছিলেন। ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘প্রচারণা কর্মসূচিতে অনেক কিছু থাকতে পারে। লিফলেট, পোস্টার, বিজ্ঞাপনের মাধ্যমে প্রচারণা চালানো হবে। এ ছাড়া, নিউজ লেটার, নাটক, টক শো, প্রামাণ্যচিত্রসহ নানা কিছু নিয়ে আমরা এ পরিকল্পনাকে এগিয়ে নিতে চাই। মূলত জনসচেতনতা বাড়ানোর জন্যই এ পরিকল্পনা। অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনা রক্ষা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বদ্ধপরিকর। কোনো অবস্থাতেই কোথাও যেন এ ধরনের ঘটনা না ঘটে, তার জন্যই এখন সম্প্রীতি বাড়াতে ধর্ম মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। সম্প্রতি নড়াইলে ‘ফেসবুকে ধর্ম অবমাননাকারী পোস্ট’ দেওয়ার অভিযোগে লোহাগড়া উপজেলার একটি গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলা-অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শাস্তি হবে বলে জানান ধর্ম প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী বলেন, এরই মধ্যে এ ঘটনার সঙ্গে জড়িতরা গ্রেফতার হয়েছেন। এ ধরনের কাজ যারাই করুক না কেন, তারা যেই হোন, যে ধর্মের হোন অপরাধ প্রমাণিত হলে তাদের শাস্তি হবে। সংসদ নির্বাচনকে ব্যাহত করার জন্যই মাঝে-মধ্যে কিছু দুষ্ট প্রকৃতির লোকজন এ ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করছেন।

সর্বশেষ খবর