রবিবার, ৩১ জুলাই, ২০২২ ০০:০০ টা

ঠাণ্ডা মাথায় সবাই বিনিয়োগ করুন

শিবলী রুবাইয়াত-উল-ইসলাম

ঠাণ্ডা মাথায় সবাই বিনিয়োগ করুন

শেয়ারবাজারে সবাইকে ঠাণ্ডা মাথায় বিনিয়োগ করার আহ্বান জানিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, শেয়ারবাজারে বিনিয়োগ করলে কেউ লোকসানের শিকার হবেন না। দ্রুত মুনাফার চিন্তা না করে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করতে হবে সবাইকে। গতকাল বিনিয়োগ শিক্ষা কনফারেন্স শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিএসইসি চেয়ারম্যান বলেন, জেনে-বুঝে বিনিয়োগ করুন সবাই। বিনিয়োগকারীদের আহ্বান জানাই গুজবে কান না দিতে। গুজবনির্ভর বিনিয়োগ সব সময়ই ঝুঁকিপূর্ণ হয়। শেয়ারবাজার উন্নয়নে আমরা নানা পদক্ষেপ নিয়েছি। এখানে যারা বিনিয়োগ করতে জানেন তারা ভালো মুনাফা পাবেন। বাজার নিয়ে যারা ভীতি সৃষ্টি করছেন তারা না বুঝে করছেন। এসব অপ্রয়োজনীয় ভীতি ছড়াবেন না। তিনি আরও বলেন, যারা  বেশি ঝুঁকি নিতে চান না, তারা মিউচুয়াল ফান্ড এবং বন্ড মার্কেটে বিনিয়োগ করুন। বিনিয়োগের আগে এ সম্পর্কে বেসিক জ্ঞান অর্জন করতে হবে, স্মার্ট বিনিয়োগকারী হতে হবে।

সর্বশেষ খবর