বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

চট্টগ্রামে অস্ত্রের কারখানা, প্রতিটি ৩০ হাজার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে অস্ত্রের কারখানা, প্রতিটি ৩০ হাজার

চট্টগ্রামের বাঁশখালীর দুর্গম পাহাড়ি এলাকায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। অভিযানে ৮টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, দুটি টু-টু            পিস্তল এবং অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এসময় গ্রেফতার করা হয় ওই কারখানার মূল হোতা জাকেরুল্লাহ ওরফে জাকিরকে। মঙ্গলবার বাঁশখালীর নতুনপাড়া এলাকায় এ কারখানার সন্ধান মিলে। গতকাল তা গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়। র‌্যাব-৭ অধিনায়ক লে. কর্নেল এমএ ইউসুফ বলেন, বাঁশখালীর দুর্গম পাহাড়ি এলাকায় অস্ত্র তৈরির কারখানা করে তা সন্ত্রাসী গ্রুপগুলোর কাছে বিক্রি করা হচ্ছে-এমন তথ্য পেয়ে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। মঙ্গলবার সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ১০টি দেশীয় অস্ত্রসহ কারখানার হোতাকে গ্রেফতার করা হয়। র‌্যাব জানায়, চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে অস্ত্র তৈরির কাঁচামাল বিভিন্ন সাইজের পাইপ এবং লোহার টুকরো সংগ্রহ করত জাকির। পরে দুই কারিগর মিলে বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি করত। তারা ৫ থেকে ৬ দিনে একটি ওয়ান শুটারগান তৈরি করত। পরে ওই অস্ত্রগুলো ১০ থেকে ৩০ হাজার টাকা দামে সন্ত্রাসী গ্রপগুলোর কাছে বিক্রি করত। প্রায় ৮ বছর ধরে এ কারখানায় অস্ত্র তৈরি হতো। প্রশাসনকে ধোঁকা দিতে জাকির মাঝে মধ্যে কৃষি কাজ করত।

সর্বশেষ খবর