বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

স্ত্রী-সন্তানকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা যুবকের

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডোমারে স্ত্রী ও আড়াই বছরের মেয়ে ইয়াসমিন আরাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন জিয়ারুল ইসলাম (৩০) নামে এক যুবক।

গতকাল দুপুর দেড়টার টিকে ঘটনাটি উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের নিমোজখানা হরতকীতলা গ্রামে ঘটে। জিয়ারুল একই ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী গ্রামের চান্দিনাপাড়ার সমারু ইসলামের ছেলে। পেশায় কাঠমিস্ত্রি। স্থানীয়রা জানান, গতকাল সকালে জিয়ারুল বাড়ি থেকে ৩ কিলোমিটার দূরে শ্বশুর আবদুল করিমের বাড়িতে যান। ১৪ দিন আগে তার এক সন্তান প্রসবের সময় থেকে তার স্ত্রী ও সন্তানরা সেখানে অবস্থান করছিলেন। দুপুরে পারিবারিক কলহের জেরে জিয়ারুল স্ত্রী রত্না বেগম (২৬) ও আড়াই বছরের শিশুকন্যা ইয়াসমিন আরাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেন। শাশুড়ি বিলকিস বেগমকে (৪৫) ওই অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন ও শিশু সন্তান ইয়াছিনকে পুকুরে ফেলে দেন। এরপর একই অস্ত্র দিয়ে নিজের পেট কেটে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে আত্মহত্যার চেষ্টা চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জিয়ারুল, বিলকিস বেগম ও ইয়াছিনকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় জিয়ারুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক। বোড়াগাড়ী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য অশি^নী কুমার রায় বলেন, ‘জিয়ারুলের বাড়ি থেকে তার শ্বশুরবাড়ির দূরত্ব প্রায় ৩ কিলোমিটার। ধারণা করা হচ্ছে আজকের (বুধবার) ঘটনাটি পারিবারিক কলহের জের।’

বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন বলেন, ‘চার বছর আগে ওই দম্পতির বিয়ে হয়। এর পর থেকে ঘরজামাই হিসেবে জিয়ারুল শ্বশুরবাড়ি ছিলেন। তিন মাস আগে স্ত্রী-সন্তান নিয়ে পৌরশহরের ভাড়া বাসায় বসবাস শুরু করেন। ১৪ দিন আগে শহরের একটি ক্লিনিকে সন্তানের জন্ম হলে সেখান থেকে তার স্ত্রী বাবার বাড়ি যান। আজ জিয়ারুল স্ত্রী-সন্তানকে নিজ বাসায় আনতে গেলে কথা কাটাকাটির একপর্যায়ে এ ঘটনা ঘটে বলে পরিবারের লোকজনের কাছ থেকে জানা গেছে।’ ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদ উন নবী বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ থেকে ঘটনার সূত্রপাত। আহত তিনজনের মধ্যে জিয়ারুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার শাশুড়ি ও ১৪ দিনের শিশু সন্তানটি ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিসাধীন। জিয়ারুলের স্ত্রী-সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।’

 

সর্বশেষ খবর