রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

মানোন্নয়নে নিয়মিত তদারকি প্রয়োজন

ডা. এম ইকবাল আর্সলান

মানোন্নয়নে নিয়মিত তদারকি প্রয়োজন

স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)-এর সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান বলেছেন, অবৈধ হাসপাতালের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান ইতিবাচক প্রভাব ফেলবে। সেবার মানোন্নয়নে  নিয়মিত তদারকি প্রয়োজন। এজন্য স্বাস্থ্য অধিদফতরের আওতায় কোনো মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ থাকা উচিত। গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দেশের স্বাস্থ্য খাতে ইতিবাচক প্রভাব ফেলতে অবৈধ হাসপাতালের বিরুদ্ধে অভিযানের বিকল্প নেই। দেশে অপচিকিৎসা বেড়ে গেছে। জনগণ যেসব প্রতিষ্ঠানে সেবা নিতে যাচ্ছে তাদের অবশ্যই মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে। এজন্য কিছু পদক্ষেপ নিতে হবে। বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাডব্যাংকের সাইনবোর্ডে মেয়াদোত্তীর্ণের তারিখসহ লাইসেন্স নম্বর যুক্ত করার সিদ্ধান্ত ইতিবাচক। হাসপাতালে দেওয়া সেবার গুণগত মান নির্ণয়ের জন্য কোয়ালিটি কন্ট্রোল কর্তৃপক্ষ থাকা প্রয়োজন।

অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান আরও বলেন, ‘এসব প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে কাজ করতে হবে। আন্তর্জাতিক মান নির্ধারণের লোগো থাকলে রোগীরা নিশ্চিত হবে। সেবা নিতে এসে রোগীর মনে যেন সংশয় না থাকে, সে যেন মানসম্মত সেবা পায়। মানুষ বুঝতে পারবে যে সে শুধু লাইসেন্সপ্রাপ্ত নয়, মানসম্মত হাসপাতালে সেবা নিচ্ছে। সেবার মান নিশ্চিতে অনেক আগেই বেসরকারি হাসপাতালে এ রকম অভিযান দৃঢ়ভাবে শুরু করতে হতো। চিকিৎসা পেশার সংগঠনগুলোর পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আমি এ অভিযানকে স্বাগত জানাই।’

 

সর্বশেষ খবর