রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

শামীম-আইভী একই মঞ্চে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ আওয়ামী লীগের রাজনীতিতে বহুল আলোচিত দুই ব্যক্তিত্ব সংসদ সদস্য শামীম ওসমান ও সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে বহুদিন পর গতকাল একই মঞ্চে দেখা গেছে। কিন্তু তাদের মতান্তর যে আগের মতোই বহাল তা আসন গ্রহণের ধরন আর বক্তৃতায় ব্যবহৃত বাক্যগুলো থেকে স্পষ্ট হয়ে উঠেছিল। দেখা হলো কিন্তু তারা কথা বললেন না। আসন গ্রহণ করলেন একজন আরেকজনের কাছ থেকে প্রায় ১০ ফুট দূরে। শেখ রাসেল স্টেডিয়ামে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ সম্মেলনে যোগদানকারী সবার দৃষ্টিতেই ছিলেন তারা দুজন। প্রথমে বক্তৃতা করেন মেয়র আইভী। নাম উচ্চারণ না করেই তিনি ইঙ্গিত করলেন যে, ত্যাগী নেতা-কর্মীদের অবহেলা করা হচ্ছে। আইভী বলেন, বিভিন্ন নেতার নামে, ভাইয়ের নামে স্লোগান দেওয়া বন্ধ করুন। শুধু শেখ হাসিনার নামে স্লোগান দিন। মনে রাখতে হবে, শেখ হাসিনা না থাকলে যত ভাই আছেন সব ভেসে যাবেন। আইভী নারায়ণগঞ্জ-৩ আসন জাতীয় পার্টির (জাপা) হাতে তুলে দেওয়ার সমালোচনা করে বলেন, নারায়ণগঞ্জ-৫ আসনে না হয় জোহা কাকার ছেলে ছিলেন বলে জাতীয় পার্টিকে কনসেশন দেওয়া হয়েছে। সোনারগাঁয় কেন দিতে হবে? এখানে কি যোগ্য কোনো নেতা নেই যে, আসনটা জাপাকে দিয়ে দিতে হবে?

শামীম ওসমান নাসিক মেয়র আইভীকে ইঙ্গিত করে তার বক্তৃতায় বলেন, ভাইয়ে ভাইয়ে বিরোধ থাকে। মেয়র, এমপি বা যার সঙ্গেই যার বিরোধ থাকুক না কেন, সবাইকে আহ্বান জানাই, আসুন আমরা ঐক্যবদ্ধ হই। কারণ দেশকে বাঁচাতে হবে। দেশ বাঁচাতে হলে শেখ হাসিনাকে বাঁচাতে হবে। শামীম বলেন, কদিন আগে জনসভা ডেকেছিলাম। সেটা অনেকেরই পছন্দ হয়নি। বলা হচ্ছিল এটা তো শামীম ওসমানের জনসভা। ওই জনসভায় আমি বলেছি, এখনো বলি ঐক্যবদ্ধ থাকলে সবই হবে। আপনারা মঞ্চে বসুন। আমি মঞ্চের নিচে বসে স্লোগান দেব। ঐকবদ্ধ হয়ে আমরা অশুভ শক্তির মোকাবিলা করব।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর