সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

আবারও আতঙ্কে চাষিরা

যমুনা নদীর পানি বৃদ্ধি, জমি তলিয়ে যাওয়ার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

আবারও আতঙ্কে চাষিরা

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে -বাংলাদেশ প্রতিদিন

বগুড়া সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীর পানি হঠাৎ বাড়তে শুরু করেছে। আতঙ্ক দেখা দিয়েছে যমুনা নদী পারের চাষি ও সাধারণ মানুষের মধ্যে। প্রশাসন বলছে পানি বাড়লেও বিপৎসীমা অতিক্রম করবে না।

সারিয়াকান্দি পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, গত ৩০ আগস্ট থেকে এ উপজেলার যমুনা এবং বাঙালি নদীতে পানি বাড়ছে। ওই দিন যমুনা নদীতে পানির উচ্চতা ছিল ১৩.৫২ মিটার। যা গত কয়েকদিনে বেড়ে ৪ সেপ্টেম্বর সকালে হয়েছে ১৪.৮৯ মিটার। গত ৬ দিনে যমুনা নদীর পানি ১ মিটার ৩৭ সে. মি. বেড়েছে। তবে               যমুনা নদীর পানি বিপৎসীমার ১.৮১ মিটার এবং বাঙালি নদীর পানি ১.৮৮ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বিপৎসীমার নিচে থাকলেও দুশ্চিন্তায় রয়েছে উপজেলার যমুনা নদী পারের হাইব্রিড মরিচ চাষিরা। চাষিরা সবেমাত্র জমিতে হাইব্রিড মরিচ রোপণ করেছেন। মরিচের গাছগুলো বেড়ে উঠতে শুরু করেছে। গত জুলাই মাসে যমুনা নদীতে পানি বেড়ে বন্যায় উপজেলার ৭ ইউপির ৭৭ গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়ে। গত বন্যায় পাটসহ অন্যান্য ফসলের ক্ষতি পুষিয়ে নিতে তারা জমিতে পাট, আমন ধান, আউশ ধান, গাইঞ্জা ধানের বীজতলাসহ নানা ধরনের ফসল জমিতে আবাদ করেছেন। পুনরায় পানি বৃদ্ধিতে জমির ফসলহানি হওয়ার আশঙ্কা রয়েছে।

কাজলা কুড়িপাড়া চরের ধানচাষি বাদশা মিয়া আকন্দ বলেন, জুলাই মাসে বন্যার পর পানি নেমে যায়। গত কয়েকদিন ধরে হঠাৎ বাড়তে শুরু করেছে। সারিয়াকান্দি কৃষি অফিসের তথ্যমতে, এ বছর উপজেলায় স্থানীয় জাতের গাইঞ্জা ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ হাজার ৭০০ হেক্টর। যার মাত্র ৬০০ হেক্টর অর্জন হয়েছে।

সব নদীর পানি বাড়ার আভাস : ভারতে ভারী বৃষ্টিপাতের কারণে বাংলাদেশের সব নদ-নদীতে পানি বাড়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো)। গতকাল পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ব্রহ্মপুত্র নদের পানি সমতল এই মুহূর্তে স্থিতিশীল আছে। তবে আগামী ২৪ ঘণ্টায় এটি বাড়তে পারে। যমুনা ও পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

 এছাড়া, দেশের উত্তর-পূর্বাঞ্চলের সব নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে এবং আগামী দুই দিন এটি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আরিফুজ্জামান বলেন, আবহাওয়া সংস্থাগুলোর তথ্যানুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন ভারতের কিছু স্থানে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা আছে। ফলে এ সময় উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার প্রধান নদ-নদীর পানি সময় বিশেষে দ্রুত বাড়তে পারে। এদিকে লালমনিরহাট প্রতিনিধি জানান, পঞ্চম দফায় তিস্তার পানি বৃদ্ধিতে লালমনিরহাটের ৫ উপজেলার গত তিনদিন ধরে বন্যার পর কমতে শুরু করেছে তিস্তার পানি। পাশাপাশি দেখা দিয়েছে তিস্তার তীব্র ভাঙন। এদিকে বন্যা আর ভাঙনে দিশাহারা হয়ে পড়েছে তিস্তাপারের হাজারো কৃষক। বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছলেও তা যথেষ্ট নয়। এছাড়া ভাঙন ও বন্যাপ্রবণ এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। গতকাল দুপুর ১২টায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোয়ানী তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি প্রবাহ ৫২.২৩ সেন্টিমিটার (স্বাভাবিক ৫২.৬০) যা বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হওয়ার রেকর্ড করা হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর