প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে বিএনপির বিভিন্ন কটূক্তির প্রতিবাদে সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর (নোয়াখালী-৪) ডাকে গতকাল বিকালে নোয়াখালী শহরে বিশাল প্রতিবাদ সমাবেশ হয়েছে। হাজার হাজার মানুষ মিছিল করতে করতে সমাবেশে যোগ দেন। পুরাতন বাসস্ট্যান্ড থেকে ‘রৌশনবানী’ পর্যন্ত সড়কটি মানুষে মানুষে ভরে যায়। মিছিলকারীরা জানান, তারা তাদের প্রিয় নেতা একরাম চৌধুরীর ডাকে দলে দলে ছুটে এসেছেন। বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত মিছিলের কারণে সড়কে যান চলাচল বন্ধ থাকে। জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলা চেয়ারম্যান শামসুদ্দিন জেহান। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী। বক্তৃতা করেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান নাছের চেয়ারম্যান, পাবলিক প্রসিকিউটর গুলজার আহমেদ জুয়েল, সাবেক পি পি কাজী শাহিন, জেলা যুবলীগের আহ্বায়ক ইমন ভট্ট, কমিশনার ফখরুদ্দিন, অ্যাডভোকেট এমদাদ হোসেন কৈশর, বাহাউদ্দিন খেলন প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মাওলা লিটন, চেয়ারম্যান ওমর ফারুক, অ্যাডভোকেট আলতাফ হোসেন, এমপি পুত্র সাবাব চৌধুরী ও আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ সর্বস্তরের নেতা-কর্মীরা। জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি তাঁর বক্তৃতায় বলেন, তাঁর প্রিয় নেত্রী শেখ হাসিনা সম্পর্কে শোকের মাস আগস্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির লোকরা কটূক্তি করায় তিনি আর ঘরে বসে থাকতে পারেননি। সিঙ্গাপুর থেকে ছুটে এসে এই প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছেন। তিনি বলেন, প্রতিবাদ সভা বিশাল জনসভায় পরিণত হয়েছে। লক্ষাধিক মানুষ আমার ডাকে সাড়া দিয়েছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, চিরঋণী হয়ে গেলাম। এসময় নেতা-কর্মীরা স্লোগান দেন ‘নোয়াখালীর মাটি, একরাম চৌধুরীর ঘাঁটি।’ বাহাউদ্দিন খেলন (সাবেক স্পিকার মরহুম আব্দুল মালেক উকিলের ছেলে) তাঁর বক্তৃতায় বলেন, প্রধান মন্ত্রীকে নিয়ে বিএনপি লোকজন কটূক্তি করেছে কিন্তু জেলা আওয়ামী লীগের লোকজন কোনো প্রতিবাদ সভা করতে পারেননি। একরাম চৌধুরীর ডাকে বিশাল সমাবেশ হলো। এখানে একরাম চৌধুরীর বিকল্প নেই।
শিরোনাম
- ছিটকে গেলেন মহারাজ, প্রোটিয়াদের নেতৃত্বে মুল্ডার
- কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা
- নতুন গানে কন্ঠ দিলেন সাবিনা ইয়াসমিন
- ওয়াটারলু উৎসবে বাংলাদেশের ‘আনটাং’
- অবশেষে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার
- নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
- বয়সের বাধা পেরিয়ে ধর্মীয় জ্ঞান আহরণ
- সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার
- ক্যান্সার থেকে সেরে ওঠা ‘রোলার কোস্টার যাত্রা’: প্রিন্সেস কেট
- শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ
- মার্কিন সিনেটে ‘বিগ বিউটিফুল বিল’ পাস
- ‘হলি আর্টিজান নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপিত হয়েছে’
- জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি : সালাহউদ্দিন
- আগামী ৫ দিনে দেশজুড়ে বৃষ্টির আভাস
- জাপানে দুই সপ্তাহে ৯১১ ভূমিকম্প
- জনতার ভয়ে ডোবায় কেশবপুর আওয়ামী লীগের সভাপতি
- বিশেষ অভিযানে আরও ১৩০৫ জন গ্রেফতার
- ইতিহাস গড়ে প্রথমবার এশিয়ান কাপে বাংলাদেশ
- সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু
নোয়াখালীতে এমপি একরামের ডাকে বিশাল প্রতিবাদ সমাবেশ
নোয়াখালী প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর