প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে বিএনপির বিভিন্ন কটূক্তির প্রতিবাদে সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর (নোয়াখালী-৪) ডাকে গতকাল বিকালে নোয়াখালী শহরে বিশাল প্রতিবাদ সমাবেশ হয়েছে। হাজার হাজার মানুষ মিছিল করতে করতে সমাবেশে যোগ দেন। পুরাতন বাসস্ট্যান্ড থেকে ‘রৌশনবানী’ পর্যন্ত সড়কটি মানুষে মানুষে ভরে যায়। মিছিলকারীরা জানান, তারা তাদের প্রিয় নেতা একরাম চৌধুরীর ডাকে দলে দলে ছুটে এসেছেন। বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত মিছিলের কারণে সড়কে যান চলাচল বন্ধ থাকে। জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলা চেয়ারম্যান শামসুদ্দিন জেহান। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী। বক্তৃতা করেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান নাছের চেয়ারম্যান, পাবলিক প্রসিকিউটর গুলজার আহমেদ জুয়েল, সাবেক পি পি কাজী শাহিন, জেলা যুবলীগের আহ্বায়ক ইমন ভট্ট, কমিশনার ফখরুদ্দিন, অ্যাডভোকেট এমদাদ হোসেন কৈশর, বাহাউদ্দিন খেলন প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মাওলা লিটন, চেয়ারম্যান ওমর ফারুক, অ্যাডভোকেট আলতাফ হোসেন, এমপি পুত্র সাবাব চৌধুরী ও আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ সর্বস্তরের নেতা-কর্মীরা। জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি তাঁর বক্তৃতায় বলেন, তাঁর প্রিয় নেত্রী শেখ হাসিনা সম্পর্কে শোকের মাস আগস্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির লোকরা কটূক্তি করায় তিনি আর ঘরে বসে থাকতে পারেননি। সিঙ্গাপুর থেকে ছুটে এসে এই প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছেন। তিনি বলেন, প্রতিবাদ সভা বিশাল জনসভায় পরিণত হয়েছে। লক্ষাধিক মানুষ আমার ডাকে সাড়া দিয়েছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, চিরঋণী হয়ে গেলাম। এসময় নেতা-কর্মীরা স্লোগান দেন ‘নোয়াখালীর মাটি, একরাম চৌধুরীর ঘাঁটি।’ বাহাউদ্দিন খেলন (সাবেক স্পিকার মরহুম আব্দুল মালেক উকিলের ছেলে) তাঁর বক্তৃতায় বলেন, প্রধান মন্ত্রীকে নিয়ে বিএনপি লোকজন কটূক্তি করেছে কিন্তু জেলা আওয়ামী লীগের লোকজন কোনো প্রতিবাদ সভা করতে পারেননি। একরাম চৌধুরীর ডাকে বিশাল সমাবেশ হলো। এখানে একরাম চৌধুরীর বিকল্প নেই।
শিরোনাম
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
- হাসিনার আরও দুটি লকার জব্দ
- দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদে উদযাপিত হবে : আইজিপি
- অনিয়ম দূর করতে প্রকল্পের টেন্ডার হবে অনলাইনে : পরিকল্পনা উপদেষ্টা
- যশোরে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ
নোয়াখালীতে এমপি একরামের ডাকে বিশাল প্রতিবাদ সমাবেশ
নোয়াখালী প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর