প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে বিএনপির বিভিন্ন কটূক্তির প্রতিবাদে সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর (নোয়াখালী-৪) ডাকে গতকাল বিকালে নোয়াখালী শহরে বিশাল প্রতিবাদ সমাবেশ হয়েছে। হাজার হাজার মানুষ মিছিল করতে করতে সমাবেশে যোগ দেন। পুরাতন বাসস্ট্যান্ড থেকে ‘রৌশনবানী’ পর্যন্ত সড়কটি মানুষে মানুষে ভরে যায়। মিছিলকারীরা জানান, তারা তাদের প্রিয় নেতা একরাম চৌধুরীর ডাকে দলে দলে ছুটে এসেছেন। বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত মিছিলের কারণে সড়কে যান চলাচল বন্ধ থাকে। জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলা চেয়ারম্যান শামসুদ্দিন জেহান। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী। বক্তৃতা করেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান নাছের চেয়ারম্যান, পাবলিক প্রসিকিউটর গুলজার আহমেদ জুয়েল, সাবেক পি পি কাজী শাহিন, জেলা যুবলীগের আহ্বায়ক ইমন ভট্ট, কমিশনার ফখরুদ্দিন, অ্যাডভোকেট এমদাদ হোসেন কৈশর, বাহাউদ্দিন খেলন প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মাওলা লিটন, চেয়ারম্যান ওমর ফারুক, অ্যাডভোকেট আলতাফ হোসেন, এমপি পুত্র সাবাব চৌধুরী ও আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ সর্বস্তরের নেতা-কর্মীরা। জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি তাঁর বক্তৃতায় বলেন, তাঁর প্রিয় নেত্রী শেখ হাসিনা সম্পর্কে শোকের মাস আগস্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির লোকরা কটূক্তি করায় তিনি আর ঘরে বসে থাকতে পারেননি। সিঙ্গাপুর থেকে ছুটে এসে এই প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছেন। তিনি বলেন, প্রতিবাদ সভা বিশাল জনসভায় পরিণত হয়েছে। লক্ষাধিক মানুষ আমার ডাকে সাড়া দিয়েছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, চিরঋণী হয়ে গেলাম। এসময় নেতা-কর্মীরা স্লোগান দেন ‘নোয়াখালীর মাটি, একরাম চৌধুরীর ঘাঁটি।’ বাহাউদ্দিন খেলন (সাবেক স্পিকার মরহুম আব্দুল মালেক উকিলের ছেলে) তাঁর বক্তৃতায় বলেন, প্রধান মন্ত্রীকে নিয়ে বিএনপি লোকজন কটূক্তি করেছে কিন্তু জেলা আওয়ামী লীগের লোকজন কোনো প্রতিবাদ সভা করতে পারেননি। একরাম চৌধুরীর ডাকে বিশাল সমাবেশ হলো। এখানে একরাম চৌধুরীর বিকল্প নেই।
শিরোনাম
- শীতের দিনেও ব্যায়াম, যা খেয়াল রাখা জরুরি
- প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে: জামায়াত নেতা শাহাজাহান
- মুখে বলিরেখা সমস্যার প্রাকৃতিক সমাধান
- বিশ্বকাপ : বাংলাদেশের সামনে পড়তে পারে ইতালি
- শুল্কের হুমকি দিয়ে আট যুদ্ধের পাঁচটিই থামিয়েছি: ট্রাম্প
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
নোয়াখালীতে এমপি একরামের ডাকে বিশাল প্রতিবাদ সমাবেশ
নোয়াখালী প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর