প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে বিএনপির বিভিন্ন কটূক্তির প্রতিবাদে সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর (নোয়াখালী-৪) ডাকে গতকাল বিকালে নোয়াখালী শহরে বিশাল প্রতিবাদ সমাবেশ হয়েছে। হাজার হাজার মানুষ মিছিল করতে করতে সমাবেশে যোগ দেন। পুরাতন বাসস্ট্যান্ড থেকে ‘রৌশনবানী’ পর্যন্ত সড়কটি মানুষে মানুষে ভরে যায়। মিছিলকারীরা জানান, তারা তাদের প্রিয় নেতা একরাম চৌধুরীর ডাকে দলে দলে ছুটে এসেছেন। বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত মিছিলের কারণে সড়কে যান চলাচল বন্ধ থাকে। জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলা চেয়ারম্যান শামসুদ্দিন জেহান। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী। বক্তৃতা করেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান নাছের চেয়ারম্যান, পাবলিক প্রসিকিউটর গুলজার আহমেদ জুয়েল, সাবেক পি পি কাজী শাহিন, জেলা যুবলীগের আহ্বায়ক ইমন ভট্ট, কমিশনার ফখরুদ্দিন, অ্যাডভোকেট এমদাদ হোসেন কৈশর, বাহাউদ্দিন খেলন প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মাওলা লিটন, চেয়ারম্যান ওমর ফারুক, অ্যাডভোকেট আলতাফ হোসেন, এমপি পুত্র সাবাব চৌধুরী ও আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ সর্বস্তরের নেতা-কর্মীরা। জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি তাঁর বক্তৃতায় বলেন, তাঁর প্রিয় নেত্রী শেখ হাসিনা সম্পর্কে শোকের মাস আগস্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির লোকরা কটূক্তি করায় তিনি আর ঘরে বসে থাকতে পারেননি। সিঙ্গাপুর থেকে ছুটে এসে এই প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছেন। তিনি বলেন, প্রতিবাদ সভা বিশাল জনসভায় পরিণত হয়েছে। লক্ষাধিক মানুষ আমার ডাকে সাড়া দিয়েছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, চিরঋণী হয়ে গেলাম। এসময় নেতা-কর্মীরা স্লোগান দেন ‘নোয়াখালীর মাটি, একরাম চৌধুরীর ঘাঁটি।’ বাহাউদ্দিন খেলন (সাবেক স্পিকার মরহুম আব্দুল মালেক উকিলের ছেলে) তাঁর বক্তৃতায় বলেন, প্রধান মন্ত্রীকে নিয়ে বিএনপি লোকজন কটূক্তি করেছে কিন্তু জেলা আওয়ামী লীগের লোকজন কোনো প্রতিবাদ সভা করতে পারেননি। একরাম চৌধুরীর ডাকে বিশাল সমাবেশ হলো। এখানে একরাম চৌধুরীর বিকল্প নেই।
শিরোনাম
- টরন্টোয় শিরীন চৌধুরীর ‘পরান যাহা চায়’ সঙ্গীত সন্ধ্যা
- সৌদিকে ন্যাটোর বাইরে প্রধান মিত্র ঘোষণা ট্রাম্পের
- 'ব্যানফ ফেস্টিভালে' এভারেস্টজয়ী নিশাতকে নিয়ে তথ্যচিত্র
- সুষ্ঠু নির্বাচন করতে ইসি ওয়াদাবদ্ধ: সিইসি
- সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ
- নতুন বছরের পাঠ্যবই সরবরাহ শুরু করেছে এনসিটিবি
- ভিসা আবেদন নিয়ে জার্মান দূতাবাসের সতর্কবার্তা
- কাউখালীতে নাশকতার অভিযোগে আটক ৫
- কুমিল্লায় ৪ ডিসেম্বর আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন
- সামরিক হস্তক্ষেপ চালালে ট্রাম্পের রাজনৈতিক জীবনের ইতি ঘটবে, মাদুরোর হুঁশিয়ারি
- মধ্যরাতে বাসা থেকে সাংবাদিককে তুলে নিল গোয়েন্দা পুলিশ
- জাতিসংঘ রাষ্ট্রের স্বীকৃতি দিলে ফিলিস্তিনি কর্মকর্তাদের হত্যার হুমকি ইসরায়েলি মন্ত্রীর
- জাপানে ১৭০ ভবনে অগ্নিকাণ্ড
- শেখ হাসিনার পোর্ট্রেটে ফ্যাসিবাদের কালিমা
- ঘরে বসেই করা যাবে মেট্রোরেলের কার্ড রিচার্জ
- কানাডায় ‘দেওয়ান গাজীর কিসসা’ মঞ্চায়নের ঘোষণা
- পোনা চাষে মাসে লাখ টাকা আয় বিশ্বনাথের দিলদারের
- যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা সৌদি যুবরাজের
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- আশুলিয়ায় মরদেহ পোড়ানোসহ সাত হত্যায় আজ সাক্ষ্যগ্রহণের ১৮তম দিন
নোয়াখালীতে এমপি একরামের ডাকে বিশাল প্রতিবাদ সমাবেশ
নোয়াখালী প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর