বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

জ্বর এলে ডেঙ্গু-করোনা টেস্ট করতে হবে

অধ্যাপক এ বি এম আবদুল্লাহ

জ্বর এলে ডেঙ্গু-করোনা টেস্ট করতে হবে

ইউজিসি অধ্যাপক ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ বলেছেন, হাসপাতালগুলোতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রোগী ভর্তি বেড়েছে। এর মধ্যে হঠাৎ করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। তাই জ্বর আসলে অবহেলা না করে ডেঙ্গু ও করোনা টেস্ট করতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করা যাবে না। গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘মাঝে মাঝে বৃষ্টি হওয়ায় এডিস মশার উৎসস্থল বৃদ্ধি পাচ্ছে। এতে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার ঝুঁকি। জ্বর আসলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যারা একাধিক বার আক্রান্ত হচ্ছেন তাদের নিয়ে দুশ্চিন্তা একটু বেশি। দেরি করলে রোগীর পরিস্থিতি অনেক সময় খারাপ হয়ে যায়। ঢাকার বাইরেও ছড়িয়ে পড়ছে ডেঙ্গু। তাই কোথাও স্বচ্ছ পানি জমিয়ে রাখা যাবে না। সচেতন থেকে ডেঙ্গুকে রুখতে হবে। তিনি আরও বলেন, ডেঙ্গুর পাশাপাশি করোনা আক্রান্তের হারও ঊর্ধ্বমুখী। জ্বর, সর্দি কাশির লক্ষণ থাকলে ডেঙ্গু এবং করোনা শনাক্তকরণ টেস্ট করাতে হবে। সময়মতো চিকিৎসা নিলে রোগীর ঝুঁকি কমে যায়। অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ আরও বলেন, করোনা সংক্রমণ গত কয়েকদিন ধরে ঊর্ধ্বমুখী। দুই দিনের ব্যবধানে শনাক্ত বেড়ে গেছে। অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সতর্ক থাকতে হবে। সবাইকে মাস্ক পরতে হবে। যারা এখনো টিকা নেননি তাদের টিকা নিতে হবে। যারা দুই ডোজ টিকা নিয়েছেন, তারা অবশ্যই বুস্টার ডোজ টিকা নেবেন। 

সর্বশেষ খবর