বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
সাগরে নিম্নচাপ

নির্ঘুম রাত উপকূল বাসিন্দাদের

প্রতিদিন ডেস্ক

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উপকূলের জেলাগুলোয় দুই দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। এর মধ্যে সাগরে মাছ ধরার সময় পাথরঘাটাসংলগ্ন বলেশ্বর নদে ট্রলারডুবি ঘটেছে। ঘটনার তিন ঘণ্টা পর ভাসমান অবস্থায় পাঁচ জেলেকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দুই দিন ধরে দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ-যোগাযোগ বন্ধ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের নৌযানকে উপকূলের কাছাকাছি থাকার পরামর্শ দিয়েছে ঢাকার আবহাওয়া অধিদফতর। এদিকে বাগেরহাটে বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। পটুয়াখালীতে ২৪ ঘণ্টায় ১৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো তথ্য-

পাথরঘাটা (বরগুনা) : বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগরে মাছ ধরার সময় পাথরঘাটাসংলগ্ন বলেশ্বর নদে ট্রলারডুবি ঘটেছে। তিন ঘণ্টা পর ভাসমান অবস্থায় পাঁচ জেলেকে উদ্ধার করা হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে ট্রলারটি উদ্ধার হয়নি। এদিকে জীবিকার তাগিদে মাছ ধরতে গিয়ে মোশাররফ হোসেন শরিফ (২৫) নামে এক জেলে দুই দিন ধরে নিখোঁজ। দুপুরের দিকে সুন্দরবনসংলগ্ন বঙ্গোপসাগরের পক্ষিদিয়ায় এ ঘটনা ঘটে। মোশাররফ উপজেলার চরদুয়ানী ইউনিয়নের তাফালবাড়িয়া গ্রামের শহীদ শরিফের ছেলে।

নোয়াখালী : সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সুবর্ণচর, হাতিয়া ও নিঝুমদ্বীপে দুই দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। এজন্য দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ-যোগাযোগ বন্ধ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের নৌযানকে উপকূলের কাছাকাছি থাকার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। কোস্টগার্ড সদস্যরা মাইকিং করে লোকজনকে আবহাওয়া সংকেত মেনে চলার আহ্বান জানাচ্ছেন।

বাগেরহাট : জলোচ্ছ্বাসে পানির চাপে সোমবার রাতে সদরের বারুইপাড়া ইউনিয়নের বাকপুরায় পানি উন্নয়ন বের্ডের রিং-বেড়িবাঁধ ভেঙে বহু গ্রাম প্লাবিত হয়েছে। গতকাল বাগেরহাটের নদ-নদীর পানি বিপৎসীমার দেড় ফুট ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। মোংলায় প্রায় ৪ ফুট পানিতে তলিয়ে গেছে সড়ক বিভাগের ফেরিঘাটের পন্টুন।

এতে মোংলা বন্দর এলাকা থেকে শহরের ফেরি চলাচল দুপুর থেকে বন্ধ। বাগেরহাটের তিনটি পৌর এলাকাসহ নিম্নাঞ্চলে শতাধিক গ্রাম প্লাবিত হয়ে কয়েক হাজার মানুষ পানিবন্দী। চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন ও ট্যুরিজম কেন্দ্রটিও প্রায় ৩ ফুট পানির নিচে। সুন্দরবনের প্রাণপ্রকৃতি রক্ষায় জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। এ অবস্থায় বাঘ, হরিণসহ ৩৭৫ প্রজাতির বন্যপ্রাণীর প্রাণ রক্ষায় সার্বক্ষণিক দৃষ্টি রাখতে বন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। মোংলা বন্দরে অবস্থানরত ১৪টি বিদেশি বাণিজ্যিক জাহাজে পণ্য খালাস মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে জানায় বন্দরের হারবার বিভাগ।

বরিশাল : নিম্নচাপটি লঘুচাপে পরিণত হয়ে স্থলভাগে প্রচুর বৃষ্টিপাতের মধ্য দিয়ে কেটে যাচ্ছে বলে পূর্বাভাস দিয়েছে বরিশাল আবহাওয়া অফিস। এর প্রভাবে জোয়ারের সময় বরিশাল বিভাগের নয়টি নদ-নদীর পানি ১০ পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করছে প্রতিদিন দুবার। এতে তলিয়ে যাচ্ছে নিম্নাঞ্চল।

পটুয়াখালী : অব্যাহত বৃষ্টি আর বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপের কারণে সাগর উত্তাল। নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপকূলীয় এলাকা দফায় দফায় প্লাবিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ১৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে পায়রা বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সহস্রাধিক ট্রলার মৎস্যবন্দর আলীপুর-মহিপুর-ঢোস, মৌডুবি, রাঙাবালিসহ স্ব-স্ব ঘাটে নিরাপদ অবস্থানে রয়েছে।

কলাপাড়া (পটুয়াখালী) : ভারী বর্ষণে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। নদ-নদীর পানির উচ্চতা ২ থেকে ৩ ফুট বৃদ্ধি পেয়েছে। গত এক সপ্তাহে ভাঙা বেড়িবাঁধ দিয়ে দুই দফা প্লাবিত হচ্ছে নতুন নতুন গ্রাম। সৃষ্টি হয়েছে বিভিন্ন স্থানে জলাবদ্ধতার। দুশ্চিন্তায় পড়েছেন আমন চাষিরা।

বরগুনা : জোয়ারের পানির চাপে বেতাগীর সরিষামুড়ি ইউনিয়নের কালিকাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় যে-কোনো সময় নদীতে ভেসে যেতে পারে। নদীসংলগ্ন পাকা রাস্তা ভেঙে ফসলি জমি প্লাবিত হয়েছে। বরগুনায় ২৪ ঘণ্টায় ১৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পানি উন্নয়ন বোর্ড।

ঝিনাইদহ : মুষলধারে, কখনো আবার গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে থেমে গেছে মানুষের স্বাভাবিক কার্যক্রম। সকাল থেকে জেলা বা উপজেলা শহরে মানুষের উপস্থিতি কম। সড়ক-মহাসড়কে কমেছে যান চলাচল। জরুরি ছাড়া কেউ ঘর থেকে বেরোচ্ছে না। যারা বেরোচ্ছে তারা পড়ছে বিপাকে।

ঝালকাঠি : তিন দিন ধরে অব্যাহত মাঝারি থেকে ভারী বর্ষণের কারণে ঝালকাঠির প্রধান তিন নদীর পানি বিপৎসীমার ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে ২ থেকে ৩ ফুট উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে। এতে জেলার প্রায় ৩০টি গ্রাম প্লাবিত। জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে ঝালকাঠিসহ উপকূলীয় ১৫ জেলা। আবহাওয়া বিভাগের এ সতর্কবার্তার পর থেকে জলোচ্ছ্বাস আতঙ্কে দিন কাটাচ্ছেন জেলার নদীতীরবর্তী বাসিন্দারা। বিশেষ করে বেড়িবাঁধহীন কাঁঠালিয়া উপজেলার ১৫ গ্রামের মানুষ নির্ঘুম রাত কাটাচ্ছে। কারণ তাদের রয়েছে ২০০৭ সালের ১৫ নভেম্বর আঘাত হানা সুপার সাইক্লোন সিডরের বিভীষিকাময় অভিজ্ঞতা।

সাতক্ষীরা : ভারতের মধ্যপ্রদেশে অবস্থানরত নিম্নচাপের কারণে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরায় গত তিন দিন থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি আবার কখনো গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে। জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

সর্বশেষ খবর