বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

তিস্তায় ধরা ৯১ কেজি বাঘাইড়

লালমনিরহাট প্রতিনিধি

তিস্তায় ধরা ৯১ কেজি বাঘাইড়

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা তিস্তা নদীতে ৯১ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ জেলের বড়শিতে ধরা পড়েছে। গতকাল দুপুরে তিস্তা ব্যারাজের উজানের সাতনাই কলোনি এলাকায় জেলে আমির হোসেনের বড়শিতে বিশাল আকৃতির বাঘাইড় মাছটি ধরা পড়ে। মাছটি স্থানীয় সীমান্তবাজারে নিয়ে এলে উৎসুক জনতা সেটি দেখার জন্য ভিড় জমায়।

জানা গেছে, নীলফামারীর ডিমলা বাইশপুকুর এলাকার মাছ ব্যবসায়ী কৈলাস ও লালচান মিয়া ৯১ কেজি ওজনের বাঘাইড় মাছটি ৯১ হাজার টাকায় কেনেন জেলে আমির হোসেনের কাছ থেকে। পরে লালচান মিয়া মাছটি নীলফামারী জেলা শহরে নিয়ে যান। সেখানে ১ হাজার ১০০ টাকা কেজি দরে ১ লাখ ১০০ টাকায় বিক্রি করেন। স্থানীয়রা জানান, এর আগে গত বছর তিস্তায় ৩৪ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়ে।

 

সর্বশেষ খবর