শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

টানা দ্বিতীয় দিন হাসপাতালে পাঁচ শতাধিক ডেঙ্গু রোগী

করোনায় দুই মৃত্যু, শনাক্ত ৬৭৯ জন

নিজস্ব প্রতিবেদক

টানা দ্বিতীয় দিন হাসপাতালে পাঁচ শতাধিক ডেঙ্গু রোগী

করোনাভাইরাস সংক্রমণে গত ২৪ ঘণ্টায় দেশে দুজনের মৃত্যু হয়েছে। নতুন সংক্রমণ ধরা পড়েছে ৬৭৯ জনের দেহে। অন্যদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০৬ জন। এ নিয়ে টানা দ্বিতীয় দিন ৫ শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হলেন। গতকাল সারা দেশের হাসপাতালে মোট ১ হাজার ৮৭৪ জন ডেঙ্গু রোগী ভর্তি ছিলেন, যা আগের দিনের চেয়ে ৪৬ জন বেশি। তবে গত ২৪ ঘণ্টায় কোনো ডেঙ্গু রোগীর মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫ হাজার ১৭ জনের নমুনা পরীক্ষায় ৬৭৯ জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছে। শনাক্তের হার ১৩.৫৩ শতাংশ। আগের দিনের চেয়ে শনাক্তের হার কিছুটা কমলেও নমুনা পরীক্ষা বেশি হওয়ায় রোগী শনাক্ত বেড়েছে। আগের দিন শনাক্তের হার ছিল ১৪.০৭ শতাংশ। রোগী শনাক্ত হয়েছিলেন ৬৬৫ জন। গত ২৪ ঘণ্টায় মৃত দুজনই ছিলেন পুরুষ। তাদের বয়স ছিল ৭০ বছরের বেশি। দুজনেরই মৃত্যু হয়েছে ময়মনসিংহ বিভাগে। গতকাল পর্যন্ত দেশে মোট ২০ লাখ ২৪ হাজার ৪৮৯ জন করোনা রোগী শনাক্ত হন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৯ লাখ ৬৪ হাজার ৫০১ জন। মারা গেছেন ২৯ হাজার ৩৬২ জন।

এদিকে ডেঙ্গুর দাপট বেড়েই চলেছে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন ঢাকার বাসিন্দারা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৬৭ ও ঢাকার বাইরের হাসপাতালে ১৩৯ জন ভর্তি হয়েছেন। মোট ভর্তি রোগীর মধ্যে ঢাকায় ভর্তি ১ হাজার ৪২৭ ও ঢাকার বাইরে ৪৪৭ জন। চলতি বছরে সারা দেশে মোট ১৫ হাজার ৮৫২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ছাড়পত্র পেয়েছেন ১৩ হাজার ৯২৩ জন। মারা গেছেন ৫৫ জন।

সর্বশেষ খবর