বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

আগামী নির্বাচনে উন্নয়নের প্রতিদান দেবে জনগণ

-------মুজিবুল হক

আগামী নির্বাচনে উন্নয়নের প্রতিদান দেবে জনগণ

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক এমপি বলেছেন, ‘দক্ষিণে ১০ উপজেলা। সেখানে সাংগঠনিক অবস্থা অত্যন্ত শক্তিশালী। দু-একটি স্থানে মান-অভিমান থাকলেও নেতাদের হস্তক্ষেপে তা নিয়ন্ত্রণে রয়েছে। তা ছাড়া বড় দলে    নেতৃত্বের প্রতিযোগিতা থাকা অস্বাভাবিক কিছু নয়। কেন্দ্র ঘোষিত সব কর্মসূচি আমরা পালন করছি। ২৬ নভেম্বর দক্ষিণ জেলার সম্মেলন। যে কটি উপজেলার সম্মেলন বাকি সেগুলো আমরা অক্টোবরের মধ্যে সম্পন্ন করব।’

তিনি বলেন, ‘বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনে আমাদের কোনো সমস্যা নেই। তবে আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করলে জনগণকে নিয়ে তা প্রতিহত করা হবে। আমাদের আহ্বান- মানুষ শান্তিতে আছে। তাদের শান্তিতে থাকতে দিন।’ সাবেক এই রেলমন্ত্রী নির্বাচনের বিষয়ে বলেন, ‘আওয়ামী লীগ সংবিধানের বাইরে যাবে না। সংবিধানের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। আওয়ামী লীগ সরকার যত উন্নয়ন করেছে, কোনো সরকার তা করতে পারেনি। জাতির জনক বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের যে উন্নয়ন করেছেন মানুষ তাতে খুশি। সারা দেশের মতো কুমিল্লার তৃণমূলেও উন্নয়নের ছোঁয়া লেগেছে। সড়ক, স্কুল-কলেজ, মাদরাসা হয়েছে। কৃষক সময়মতো সার পাচ্ছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। আগামী নির্বাচনে উন্নয়নের প্রতিদান দেওয়ার অপেক্ষায় সাধারণ মানুষ। আমরা চাই নির্বাচনে নিবন্ধিত সব দল অংশ নিক। তবে বিএনপি নির্বাচনে যেতে চায় না কারণ তাদের অতীত ধ্বংসযজ্ঞ মানুষ ভোলেনি। তারা মানুষের ভোট পাবে না।’

সর্বশেষ খবর